• ফ্রিজ খুলতেই বিকট শব্দ! দাউদাউ আগুন, ঝলসে মৃত ৩ শিশু সহ ৫
    এই সময় | ০৯ অক্টোবর ২০২৩
  • পঞ্জাবের জলন্ধরে ভয়াবহ দুর্ঘটনার বলি। ফ্রিজের কম্প্রেসার ফেটে মৃত্যু একই পরিবারের পাঁচ জনের। মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে।জলন্ধরের অবতার নগরে রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের পর বাড়িটিতে আগুন লেগে যায়। বাড়ির ভিতরেক থাকা পাঁচ জনকে জলন্ধরের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতদের নাম যশোপাল ঘাই (৭০), রুচি ঘাই (৪০), মানশা (১৪), দিয়া (১২) ও অক্ষয় (১০)। ঘটনাস্থল থেকে নমুনা পরীক্ষায় খবর দেওয়া হয়েছে ফরেন্সিক দলকে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ।জলন্ধরের অ্য়াডিশনাল ডেপুটি কমিশননার আদিত্য জানিয়েছেন, "জলন্ধরের অবতার নগরে একটি বাড়িতে বিস্ফোরণের খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছই আমরা। দুর্ঘটনার পিছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।"প্রসঙ্গত ৭ অক্টোবর কর্ণাটকের অ্যাটিবেলে এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ পুড়ে মৃত্যু হয়েছে ১৩ জন শ্রমিকের। ৭ অক্টোবর বিকেল-সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর গ্রামীণ অঞ্চলের ঘটনায় আরও সাত জন শ্রমিক গুরুতর ভাবে জখম বলে খবর।বেঙ্গালুরু গ্রামীণ জেলার পুলিশ সুপার মল্লিকার্জুন বালনন্দি জানান, দুর্ঘটনার সময় কারখানায় কাজ করছিলেন ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই আমরা। খুঁজে পাওয়া যাচ্ছিল না বেশ কয়েকজনকে। পরে উদ্ধার করা হয় সবাইকে।বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত। তবে প্রাথমিক অনুমান, গোডাউনের বিদ্যুতের লাইনে ছোট ফুলকি থেকেই আগুন লাগে। সেখাই থেকেই বিস্ফোরণ। তারপর দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কর্নাটকের বাজি কারাখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই কারখানাগুলিতে কাজ করতে যান বাংলার অনেকেই। পুলিশ সূত্রে খবর, দিওয়ালির আগে সব কারখানার অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখা হবে।ঘটনায় আটক করা হয়েছে গোডাউনের মালিকের ছেলে নবীনকে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন গোডাউনের মালিক রামাস্বামী। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে FIR। জানা গিয়েছে, বিস্ফোরণে মৃতদের অধিকাংশ শ্রমিকই তামিলনাড়ুর বাসিন্দা। সীমান্তবর্তী তামিল জেলা ধরমপুরী থেকে এই কারখানায় কাজ করতে এসেছিলেন তাঁরা।অন্যদিকে কয়েক দিন আগে তিস্তায় হড়পা বানে সেনা ছাউনির মর্টার শেল ভেসে এসেছিল। এলাকার একজন ছেলে নদীতে মাছ ধরতে গিয়ে সেটি বাড়িতে নিয়ে এসেছিল। তারপর তা পরিষ্কার করে খেলাধুলোর সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু'জনের। ঘটনায় আহত হন ছয় জন।সব লেটেস্ট খবর জানতে ফলো করুন https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A।
  • Link to this news (এই সময়)