• উলুবেড়িয়া প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআই হানা, তল্লাশি পুরসভাতেও
    এই সময় | ০৯ অক্টোবর ২০২৩
  • পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে জোরকদমে তদন্ত চালাচ্ছে CBI। এবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে উলুবেড়িয়া পুরসভা এবং পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে হানা দিল CBI।সোমবার সকালে CBI-র একটি দল উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতে হানা দেয়। ৫/৬ জন CBI আধিকারিক প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে প্রবেশ করার পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ির ঘিরে ফেলে। সূত্রের খবর এরপরেই CBI আধিকারিকরা বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তল্লাশি চালায়।অন্যদিকে, একইসময় CBIয়ের আরও একটি দল উলুবেড়িয়া পুরসভায় হানা দেয়। পুরসভার দোতলার বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলে। একটা সময়ের পর কাউকে আর পুরসভায় ঢুকতে দেওয়া হয় না। সূত্রের খবর, এদিন CBI আধিকারিকরা পুরসভার বিভিন্ন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তল্লাশি চালায়। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে পুরসভার কোন আধিকারিক কোন মন্তব্য করতে চাননি।রবিবারের ম্যারাথন তল্লাশির পর সোমবারও পুর নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জায়গায় তল্লাশি শুরু করেছে CBI। এদিন সকালেই নদিয়া জেলার রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় CBI-র একটি টিম। আজ সকাল থেকে ই একই সাথে CBI এর দুটি প্রতিনিধি দল রানাঘাট পুরসভা এবং বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয়।'নাটক নয়! গ্রেফতারি চাই!' দাবি সুজন চক্রবর্তীরপুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক প্রভাবশালী নেতা, মন্ত্রী CBI-র স্ক্যানারে। রবিবার রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে মদন মিত্র সহ একাধিক পুরসভার প্রাক্তন পুর প্রধানদের বাড়িতে হানা দেয় CBI টিম। হালিশহর থেকে কাঁচরাপাড়া একাধিক পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে CBI তল্লাশি চালিয়েছে। মূলত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে পুর নিয়োগ দুর্নীতি কিছু তথ্য পাওয়া যায় বলে ইডি সূত্রে খবর। এরপরেই রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতিতে একযোগে ইডি এবং CBI তদন্ত শুরু করে।সবরকম খবরের জন্য জয়েন করুন এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)