• Abhishek Banerjee: কেন্দ্রকে সময় বেঁধে দিলেন অভিষেক, দাবি না মিটলে ফের আন্দোলনের হুঁশিয়ারি!
    ২৪ ঘন্টা | ১০ অক্টোবর ২০২৩
  • প্রবীর চক্রবর্তী: 'আমি আশা করছি, একটা বিহিত করবেন রাজ্যপাল'। রাজভবনের সামনে ধরনা কর্মসূচি প্রত্যাহার করে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, '৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে সময় দিচ্ছি, যদি কোনও ইতিবাচক ভূমিকা না দেখি, তাহলে ১ নভেম্বর থেকে আবার আন্দোলন!সেটা আর থামবে না, যতদিন না টাকা আসছে'। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর অভিষেককে মুখ্যমন্ত্রী ফোন করেন বলে সূত্রের খবর। 

    বকেয়া আদায়ের লক্ষ্যে টানা ৫ দিন ধরে ধরনা। শেষপর্যন্ত রাজভবনে এসে অভিষেক-সহ তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কবে? আজ, সোমবার বিকেলে।এদিকে রাজভবন থেকে বেরিয়ে ফের ধরনামঞ্চে যান অভিষেক। তিনি বলেন, 'আমাদের সঙ্গে রাজ্যপাল ভালো ব্যবহার করেছেন। চায়ের ব্যবস্থা করেছিলেন। আমরা খাইনি। কারণ আমরা ফুর্তি করতে যাইনি। যেদিন মানুষ টাকা পাবে, রাজভবনে গিয়ে মিষ্টি খেয়ে আসব। রাজ্যপাল কথা দিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন। আমি ২ সপ্তাহ সময় দিয়েছিলাম। আমি আশা করছি, একটা বিহিত করবেন রাজ্যপাল'।আর ধরনা কর্মসূচি? অভিষেক বলেন, 'এখানে উপস্থিত সবাই ও দলনেত্রীকেও বললাম। সবাই বলল, যেহেতু রাজ্যপাল সৌজন্য দেখিয়েছেন, বাংলারই উচিত সৌজন্য দেখানো। অনেক আশা নিয়ে তাই আমি এই কর্মসূচি প্রত্যাহার করছি'। সঙ্গে বার্তা, 'যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়, ততদিন একটা মানুষকেও না খেয়ে মরতে দেবে না! আপনারা ভাববেন না, কেন্দ্র টাকা না দিলে আপনারা টাকা পাবেন না। আপনাদের টাকার ব্যবস্থা টিএমসি করবে, কথা দিয়ে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ৩৭ হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, তাহলে ৮ হাজার কোটি খরচ করে ১০০ দিনে টাকাও দিতে পারবে। আমি শুধু কেন্দ্রের কাজটা দেখতে চাই'।
  • Link to this news (২৪ ঘন্টা)