• প্রকল্পের ছাড়পত্র আটকে থাকায় বিজ্ঞপ্তি নবান্নের
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অপ্রয়োজনীয় খরচ ঠেকাতে ২০১৮ সালে অর্থদপ্তরের অধীন প্রজেক্ট ক্লিয়ারেন্স কমিটি (পিসিসি) গঠন করেছে রাজ্য সরকার। প্রতিটি দপ্তরের প্রকল্প যাচাইয়ের পর ছাড়পত্র দেয় এই কমিটি। তবে দপ্তরগুলির উদাসীনতার কারণে এই কমিটির কাছে প্রকল্প সংক্রান্ত সমস্ত নথি জমা পড়ছে না। ফলে ছাড়পত্র দিতে সমস্যা হচ্ছে। যার জেরে দেরি হচ্ছে প্রকল্পের কাজ শুরু করতে। একারণে দপ্তরগুলির কাজ নিয়ে ক্ষুব্ধ নবান্ন। এ ব্যাপারে  প্রতিটি দপ্তরকে সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, অকারণে যেন কোনও প্রকল্পের কাজ আটকে না থাকে। রাজ্যের প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ দ্রুত পান, তা নিশ্চিত করতে হবে। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের একাংশের গাফিলতির কারণে প্রকল্পের কাজে দেরি হলে, নবান্ন কোনওভাবেই তা বরদাস্ত করবে না বলে জানিয়েছেন এক পদস্থ কর্তা। দেখা যাচ্ছে পিসিসি’র কাছে জমা পড়া কাগজের মধ্যে প্রকল্পের গুরুত্বপূর্ণ নথিই নেই। এই অবস্থায় কমিটি সংশ্লিষ্ট দপ্তরের কাছে ফের সেই নথি চেয়ে পাঠায়। ফলে অকারণে সময় নষ্ট হয়। দেরি হয় ছাড়পত্র দিতে। এই সমস্যা সামনে আশায় এবার বিজ্ঞপ্তি জারি করে কী কী পদক্ষেপ নিতে হবে, তা জানিয়ে দিয়েছে অর্থদপ্তর।
  • Link to this news (বর্তমান)