• অগ্নিদগ্ধ কুকি সম্প্রদায়ের ব্যক্তি, ভাইরাল ভিডিও ঘিরে ফের অশান্তি মণিপুরে
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৩
  • ইম্ফল: মণিপুরে হিংসা থামার কোনও নাম নেই। এর মধ্যেই রবিবার সন্ধ্যায় ফের ভাইরাল হয়েছে একটি ভিডিও। ৭ সেকেন্ডের এই ভিডিওতে এক সুড়ঙ্গের ভিতর কালো টি-শার্ট এবং জলপাই রঙের প্যান্ট পরা এক ব্যক্তিকে দেখা গিয়েছে। তাঁর থেঁতলানো মুখটি দেখে চেনার উপায় নেই। দেহ পুড়ে গিয়েছে। এছাড়া ভিডিওটিতে মুখ দেখা না গেলেও বেশকিছু মানুষকে মণিপুরী ভাষায় ছবি বা ভিডিও না তোলার অনুরোধ করতে শোনা গিয়েছে। ওই দেহটির ভিডিও প্রকাশ্যে আসতেই ফের চাপানউতোর শুরু হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। তবে পুলিসের এক সিনিয়র কর্মকর্তা জানান ভিডিওটি বহু পুরনো। ওই দেহটি কুকি সম্প্রদায়ভুক্ত বলেও নিশ্চিত করেন তিনি। জানা গিয়েছে, জাতি সংঘর্ষের দ্বিতীয় দিন, ৪ মে মেইতেই অধ্যুষিত থৌবাল জেলায় ঘটনাটি ঘটে। তবে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই বিরোধীদের তোপের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার এই ঘটনার ভিডিও তুলে ধরে মোদি সরকারকে আক্রমণ করে ইন্ডিয়া জোট। টুইট বার্তায় বলা হয়, ‘মণিপুরে কুকি জনজাতির মানুষ জীবন্ত পুড়ে মরছে।’ এই ঘটনাকে চূড়ান্ত লজ্জাজনক আখ্যা দিয়ে মোদিকে বিরোধী জোটের কটাক্ষ, ‘উনি প্রতিবেশী রাষ্ট্রে জন্য দুঃখপ্রকাশ করতে পারেন, কিন্তু মণিপুরকে বাঁচাতে পারেন না।’ 
  • Link to this news (বর্তমান)