• পাকিস্তানের থেকে সিন্ধু প্রদেশ ফিরিয়ে আনার হুঙ্কার আদিত্যনাথের
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৩
  • লখনউ: লোকসভা নির্বাচন এলেই ভারতের রাজনীতিতে ভাসিয়ে দেওয়া হয় পাকিস্তানের নাম। অনেকের মতেই তা বিজেপির ভোট কৌশল। সামনে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তারপরই আগামী বছর রয়েছে লোকসভা ভোট। তার আগে ফের পাকিস্তানের নাম উঠে এল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে। এবার সরাসরি পাকিস্তানের কাছ থেকে সিন্ধু প্রদেশ ছিনিয়ে আনার হুঙ্কার দিলেন হিন্দুত্বের নয়া মুখ। এতদিন শুধু পাক অধিকৃত জম্মু-কাশ্মীর ফিরিয়ে আনার কথা শোনা যেত বিজেপি নেতাদের মুখে। সেই অ্যাজেন্ডায় যুক্ত হল নতুন নাম — ‘সিন্ধু’।   

    রবিবার জাতীয় সিন্ধি সম্মেলনে যোগ দিয়ে আদিত্যনাথ বলেন, যদি ৫০০ বছর পরে রাম জন্মভূমি ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে পাকিস্তানের কাছ থেকে সিন্ধু (সিন্ধ প্রদেশ) ফিরিয়ে না আনার কোনও কারণই নেই। এই প্রসঙ্গে যোগী আরও জানান, আগামী জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দিরের রাম লালার মূর্তি প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্রর মোদি। সম্মেলনে দেশভাগের প্রসঙ্গ টেনে আদিত্যনাথ উল্লেখ করেন, দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। সেই হিংসার ফল সব থেকে বেশি ভুগতে হয়েছে সিন্ধ সম্প্রদায়ের মানুষকে। বহু মানুষকে জন্মভূমি ফেলে চলে আসতে হয়েছে। বর্তমান প্রজন্মের সেই ইতিহাস জানা উচিত। দেশভাগ জন্ম দিয়েছে সন্ত্রাসবাদের। আজও তার মূল্য দিতে হচ্ছে। যোগী দাবি করেন, বিজেপির শাসনকালে নরেন্দ্র মোদির নেতৃত্বে সন্ত্রাসবাদের মোকাবিলা করা হচ্ছে করা হাতে। দেশ বিভাজনের মতো ঘটনা আটকাতে ‘নেশন ফার্স্ট’ প্রচারের উপর জোর দিতে মানুষের কাছে আবেদন জানিয়েছেন তিনি। 
  • Link to this news (বর্তমান)