• ‘আপত্তিকর’ স্লোগান, বাস লক্ষ্য করে পাল্টা পাথর, হাজারিবাগে উত্তেজনা, আহত বজরং দলের ১০ কর্মী-সদস্য
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৩
  • হাজারিবাগ:  স্লোগান ও বাসে পাথর ছোড়ার ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল ঝাড়খণ্ডের হাজারিবাগে। রবিবার রাতের এই ঘটনায় জখম কয়েকজন মহিলা সহ বজরং দলের ১০ কর্মী।  জানা গিয়েছে, রাঁচিতে ‘শৌর্য জাগরণ যাত্রা’ কর্মসূচিতে থেকে বাসে করে করে ফিরছিলেন বজরং দলের সদস্যরা। পেলাওয়ালের কাছে একটি মসজিদের সামনে রাত পৌনে ন’টা নাগাদ ওই বাসটি থামে। সেখানে বাসের যাত্রীরা ‘আপত্তিকর’ স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাসটি লক্ষ্য করে স্থানীয়রা পাথর ছোড়ে বলে অভিযোগ। এতে বজরং দলের ১০ কর্মী জখম হয়েছেন। পুলিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বড়সড় সংঘর্ষের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 

    হাজারিবাগের পুলিস সুপার (এসপি) মনোজরতন চোথে জানিয়েছেন, এই ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ঝামেলায় জড়িত উভয়পক্ষের দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। উপযুক্ত তদন্তের পরই সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হবে। এসপি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুলিসি প্রহরায় বাসটিকে  গন্তব্য কটকামসান্দির পথে পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে, পাথর নিক্ষেপকারীরা পুলিসের তাড়া খেয়ে পালিয়ে যায়। এসপি’র  হুঁশিয়ারি, কোনও পরিস্থিতিতেই প্রশাসন হাঙ্গামা বা অশান্তি ছড়ানোর চেষ্টাকে বরদাস্ত করবে না। প্রসঙ্গত, বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দলের তরফে রবিবার রাঁচিতে চারটি ‘শৌর্য জাগরণ যাত্রা’-র আয়োজন করা হয়। জানুয়ারিতে অযোধ্যায় হবে রাম মন্দিরের উদ্বোধন। তার আগে এই কর্মসূচির ডাক দেয় হিন্দুত্ববাদী শিবির। চার জায়গা বের হওয়া এই যাত্রায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা অংশ নেন।
  • Link to this news (বর্তমান)