• ভারতকে সুইস ব্যাঙ্কের তথ্য
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৩
  • নয়াদিল্লি: দেশের একাধিক ব্যক্তি, সংস্থা বা ট্রাস্টের নামে থাকা কালো টাকার হদিশ ফের পেল ভারত। এনিয়ে টানা পঞ্চমবার সুইস ব্যাঙ্কে থাকা প্রায় শতাধিক অ্যাকাউন্টের সন্ধান দিল সুইৎজারল্যান্ড সরকার। ভারত সহ ১০৪টি  দেশের প্রায় ৩৬ লক্ষ অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য দিয়েছে তারা। সোমবার এক বিবৃতিতে সুইৎজারল্যান্ডের ফেডেরাল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন-র তরফে জানানো হয়, ভারতের সঙ্গে অটোমেটিক এক্সচেঞ্জ ইনফরমেশনের অংশ হিসেবেই এবছরের সেপ্টেম্বরে এই তথ্যাদি বিনিময় করা হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে পরবর্তী তালিকা প্রকাশ করা হবে। এই বিস্তারিত বিবরণে নাম-ঠিকানা-দেশ সহ অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য ভারতের হাতে তুলে দিয়েছেন এফটিএ-র আধিকারিকরা। গোপনীয়তার কারণে এর বেশি জানাতে রাজি হননি তাঁরা। তবে কর ফাঁকি-অর্থ পাচার-জঙ্গি সংগঠনগুলিকে মদত সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত টাকার তদন্তে তথ্য কাজে আসবে। 
  • Link to this news (বর্তমান)