• মল্লিকপুরে বেহাল রাস্তা সংস্কারে হেলদোল নেই পূর্তদপ্তরের, ক্ষোভ
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৩
  • সংবাদদাতা, বারুইপুর: মল্লিকপুর পঞ্চায়েত ও পুলিস ক্যাম্পের সামনেই রাস্তায় বড় বড় গর্ত। তাতে জল জমে সে এক ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। এই রাস্তার অবস্থা জানিয়ে বারুইপুরে পূর্তদপ্তরের অফিসে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমান বৈদ্য। রাস্তার হাল সচক্ষে দেখেও গিয়েছেন পূর্তদপ্তরের অতিরিক্ত বাস্তুকার। তারপরেও কেন মেরামত হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পঞ্চায়েত প্রধান। তিনি বলেন, ছ’টি চিঠি দিয়েছি। তার ভিত্তিতে পরিদর্শনও হয়েছে। তারপরেও কাজ শুরু হয়নি। অথচ প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। তাও টনক নড়েনি পূর্তদপ্তরের। এ প্রসঙ্গে বারুইপুরের পূর্তদপ্তরের এক আধিকারিক বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। মল্লিকপুর গ্রামীণ এলাকায় যাওয়ার রাস্তা বলতে এটি। এই রাস্তা ধরেই পঞ্চায়েত অফিসে আসতে হয় হাজার হাজার মানুষকে। পুলিস ক্যাম্পেও নানা প্রয়োজনে মানুষকে আসতে হয়। মল্লিকপুর পঞ্চায়েতের পাশেই রয়েছে প্রাথমিক ও হাইস্কুল। প্রতিদিন পড়ুয়ারা এই রাস্তা দিয়েই স্কুলে আসে। মল্লিকপুর স্টেশনে ট্রেন ধরতে গেলেও যেতে হয় এই রাস্তা দিয়ে। রাস্তা বেহাল হওয়ায় এলাকার মানুষজন ক্ষুব্ধ। তাঁদের কথায়, পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। তাতে জল জমে থাকায় প্রায়ই সাইকেল, বাইক, টোটো-অটো উল্টে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে। স্কুল পড়ুয়ারা পড়ে গিয়ে চোট পাচ্ছে। তাঁদের প্রশ্ন, পূর্তদপ্তরের বাস্তুকাররা রাস্তার বেহাল অবস্থা দেখে গেলেও কেন সংস্কারের কাজে হাত দিচ্ছে না সরকার? এই রাস্তা দিয়েই মালঞ্চ হয়ে সোনারপুরে যাওয়া যায়। 

    প্রতিদিন এই রাস্তায় গাড়ি চালান যাঁরা, সেই চালকদের কথায়, চাকা গর্তে পড়ায় ক্ষতি হচ্ছে গাড়ির। তাও হুঁশ ফিরছে না প্রশাসনের। এই রাস্তা অবিলম্বে মেরামত না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)