• মধ্যপ্রাচ্যের ইতিহাস-ভূগোল বদলে দেব, হামাসকে 'শেষ' করার ডাক ইজরায়েলি প্রধানমন্ত্রীর
    এই সময় | ১০ অক্টোবর ২০২৩
  • পশ্চিম এশিয়ার আকাশে বারুদের গন্ধ। হামাসের বিরুদ্ধে জোরাল আক্রমণ শানাচ্ছে ইজরায়েল। গাজা স্ট্রিপে চলছে কার্পেট বম্বিং। প্যালেস্টাইনি জঙ্গিদের গুপ্ত ঘাঁটি গুঁড়িয়ে দিতে মরিয়া ইজরায়েলি এয়ারফোর্স। এহেন পরিস্থিতিতে ফের হুংকার দিলেন ইহুদি দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মধ্য-প্রাচ্যের ইতিহাস-ভূগোল বদলে দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে তাঁর গলায়।সোমবার গাজা স্ট্রিপ সংলগ্ন শহরগুলির মেয়র ও সরকারি আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। তখনই নেতানিয়াহু-র গলায় শোনা যায় হুমকির সুর।ইজরায়েলি প্রধানমন্ত্রী বলেন, "গাজাকে পুরোপুরি ধূলোয় মিশিয়ে দেব আমরা। নৃশংস হামলাকারীদের কাউকে ছাড়া হবে না। এবার মধ্য প্রাচ্যের নকশা বলদানোর সময় এসেছে। আমরা এর শেষ দেখে ছাড়ব।" পাশাপাশি গাজার আম জনতাকে অন্যত্র সরে যেতে বলেছেন তিনি।গতকাল দেশের তামাম ইহুদিবাসীর জন্য বিশেষ অ্যাডভাইসরি জারি করে নেতানিয়াহু সরকার। সেখানে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে প্রয়োজনীয় খাবার, ওষুধ ও জল সংগ্রহ করে রাখতে বলেছে প্রশাসন। বিশেষজ্ঞদের দাবি, বৃহস্পতিবারের মধ্যে আক্রমণের তীব্রতা আরও বাড়াতে পারে ইজরায়েল। সেই কারণেই এই নির্দেশিকা করা হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবারের হামলার পর থেকেই গাজাকে চারদিক থেকে ঘিরতে শুরু করে ইজরায়েলি ফৌজ। বন্ধ করা হয়েছে সেখানকার জল ও বিদ্য়ুৎ। গতকাল গাজা সীমান্তের দিকে ইজরায়েলি ট্য়াঙ্ক বাহিনীকে যেতে দেখা গিয়েছে।অন্য়দিকে যুদ্ধের একাধিক ভিডিয়ো ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে প্রাণ গিয়েছে এক লেফটেন্যান্ট কর্নেলের। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে।ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট জানিয়েছেন, "আমরা দীর্ঘকালীন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি। সেনাবাহিনীকে সেই মতো আক্রমণ শানাতে বলা হয়েছে।"প্রসঙ্গত, হামাসকে সমর্থন জানিয়ে লেবানন সীমান্ত থেকে ইজরায়েলের উপর মর্টার ও কামান থেকে গুলি ছোড়ে প্যালেস্টাইনপন্থী আরেক জঙ্গি সংগঠন হেজবুল্লাও। পাল্টা তাদের ওয়াচ টাওয়ার উড়িয়ে দেয় ইহুদি ফৌজ।শনিবারের হামাস হামলার পিছনে ইরানের হাত রয়েছে বলে একরকম নিশ্চিত নেতানিয়াহু সরকার। ফলে বিশেষজ্ঞদের একাংশের দাবি, এবার তেহরানেও প্রত্যাঘাত শানাতে পারে ইজরায়েল।ইজরায়েল-হামাস যুদ্ধের তাজা আপডেট পেতে ক্লিক করুন নীচের লিঙ্কে। মিলবে এই সময় ডিজিটাল-র WhatsApp চ্যানেল। https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)