• Rahul Gandhi News : 'রাজস্থান-ছত্তিশগড়ে সরকারের পতন হবে!' রাহুলের স্লিপ অফ টাং নিয়ে মশকরা BJP-র
    এই সময় | ১০ অক্টোবর ২০২৩
  • স্লিপ অফ টাং! সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীর মুখ ফসকে বেরনো একটি বাক্যই BJP-র কাছে এখন বড় হাতিয়ার। সোমবারই ঘোষণা হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। আর তারপরই সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী। আর সেখানেই তিনি বলে বসেন, 'রাজস্থান এবং ছত্তিশগড়ে সরকারের পতন হবে।'রাহুলের স্লিপ অফ টাংসাংবাদিক বৈঠকে রাহুল বলেন, 'মধ্য প্রদেশে শাসকদল ক্ষমতাচ্যুত হবে। রাজস্থান এবং ছত্তিশগড়েও শাসকদল ক্ষমতাচ্যুত হবে। তেলঙ্গানাতেও তাই হবে। দুঃখিত আমি উলটো বলে ফেলেছি। আসলে আপনারাই আমায় বিভ্রান্ত করছেন।' নিজেই হেসে ওঠেন কংগ্রেসের সাংসদ। এরপর আবার ভুল শুধরে নিয়ে রাহুল বলেন, 'ছত্তিশগড়ে আমাদের দল ক্ষমতায় রয়েছে। তারাই আবার ক্ষমতা দখল করবে। রাজস্থানেও তেমনটাই হবে। কিন্তু, মধ্য প্রদেশে BJP সরকারের পতন হবে। তেলঙ্গানাতেও BRS সরকারের পতন হবে এবং আমাদের দল ক্ষমতায় আসবে। সত্যি বলতে, অত্যন্ত ইতিবাচক পরিস্থিতি রয়েছে রাজ্যগুলিতে।'কিন্তু, মুখ ফসকে বলা রাহুলের এই একটা কথা নিয়েই ময়দানে নেমে পড়েছে BJP। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে রাহুলের এই স্লিপ অফ টাং-য়ের অংশটি পোস্ট করে কটাক্ষ করা হচ্ছে। BJP-র তরফে লেখা হয়েছে, 'রাহুল গান্ধী মেনে নিয়েছেন কংগ্রেস রাজস্থান এবং ছত্তিশগড়ে আর ক্ষমতায় ফিরতে পারবে না। তাদের পতনের সময় হয়ে এসেছে।' একাধিক BJP নেতা-মন্ত্রীরাও রাহুলের এই ভিডিয়োর অংশ নিজেদের ওয়ালে পোস্ট করেছেন। যা দেদার শেয়ার হচ্ছে নেটমাধ্যমে।উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা ভোট। ৭ নভেম্বর ভোট মিজোরাম এবং ছত্তিশগড়ে (প্রথম দফা)। ১৭ নভেম্বর ভোচ মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ে (দ্বিতীয় দফা)। রাজস্থানে ভোট ২৩ নভেম্বর, তেলঙ্গানায় ৩০ নভেম্বর।পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ওপিনিয়ন পোলপাঁচ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে আরও খবরের আপডেট পেতে ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)