• কালনার রাস্তায় ১০ ফুট কুমির! তীব্র আতঙ্ক এলাকায়
    এই সময় | ১০ অক্টোবর ২০২৩
  • লোকালয়ে কুমির! ১০ ফুট লম্বা এক কুমির দেখে রীতিমতো হৃদপিণ্ড ধড়পড় করতে শুরু করল বর্ধমানের বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে কালনার ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায়। সোমবার রাত ১১টা নাগাদ যখন স্থানীয় বাসিন্দারা নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন সেই সময়ই দেখা গেল আস্ত একটি কুমির। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।প্রত্যক্ষদর্শীদের নজরে বিষয়টি আসার পরেই তারা কালনা থানায় খবর দেন। পুলিশ খবর পাওয়া মাত্রই ফোর্স নিয়ে ওই এলাকায় হাজির হন। কোনও মানুষের যাতে ক্ষতি না হয় এবং কুমিরটিও যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বনদফতরেও। এভাবে লোকালয়ে কুমির ঢুকে পড়ার দৃশ্য অত্যন্ত আতঙ্কের বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।এলাকাবাসীদের দাবি, তাঁরা জীবনে এই প্রথম লোকালয়ে কুমির দেখলেন। এই নিয়ে এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। সারারাত ঘুম নেই এলাকার বাসিন্দাদের চোখে। পরিস্থিতি সামাল দিতে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় বনদফতরেও। তারা এসে কুমিরটিকে উদ্ধার করে।কী ভাবে লোকালয়ে কুমির এল! তা নিয়ে আলোচনা চলছেই। এই প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী মেনকা পাল বলেন, "আমি ঘরে বসেছিলাম। অনেকক্ষণ ধরে কুকুর চেঁচামেচি করছিল। আমি জানলা খুলে দেখি হামাগুড়ি দিয়ে একটা কুমির আসছে। আমি প্রথমে বুঝতে পারিনি। এরপর দরজা খুলে সিঁড়ির সামনে দাঁড়িয়ে বিষয়টি বুঝতে পারি। এরপর আমার স্বামী লাইট দিয়ে দেখে বুঝতে পারে ওটা কুমির। ৩০ বছর এখানে বসবাস করছি। কুমির দেখে অত্যন্ত ভয় লাগছে। আতঙ্ক লাগছে।"অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে শিবপ্রসাদ সিনহা বলেন, “একটা কুমির উঠে এসেছে। লোকালয়ে কুমির আসা অত্যন্ত দুঃশ্চিন্তার বিষয়। খাবার না পেয়ে হয়তো চলে এসেছে। আমরা উদ্ধার করব। এরপর উচ্চপদস্থ কর্তারা যা সিদ্ধান্ত নেবে সেই মোতাবেক কাজ করব।” অপর প্রত্যক্ষদর্শী জয়ন্তী পাল বলেন, “আমি ছাদ থেকে দেখেছি। ভয় লাগছে। বাড়ির সামনে কুমির দেখে বিশ্বাস হচ্ছে না।”এই প্রসঙ্গে এখনও পর্যন্ত বনদফতরের তরফে কোনও সদুত্তোর পাওয়া যায়নি। বৃক্ষছেদন থেকে শুরু করে প্রকৃতিকে বাঁচানোর জন্য বারবার আর্জি জানিয়ে আসছেন পরিবেশকর্মীরা। লোকালয়ে কুমির ঢুকে পড়ার ঘটনা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।রাজ্যের প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)