• Durga Puja 2023: 'অনুমতি না থাকলে কি করে পুজো হচ্ছে?' হাইকোর্টে ফের ভর্ৎসিত পুলিশ
    এই সময় | ১০ অক্টোবর ২০২৩
  • Calcutta High Court: দুর্গাপুজোর অনুমতি নিয়েই কলকাতা হাইকোর্টে ফের ভর্ৎসিত পুলিশ প্রশাসন। অনুমতি না থাকলেও কিভাবে হচ্ছে দুর্গাপুজো সেই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। বেআইনি জানা সত্ত্বেও কী ভাবে পুজো হতে দিচ্ছে পুলিশ প্রশ্ন ওঠে হাইকোর্টের এজলাসে। একটি নতুন দুর্গাপুজোর অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এক সংগঠন। সেই মামলার শুনানিতেই পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।কী নিয়ে মামলা?বাঙালির দুর্গাপুজোর আর কর গোণা কয়েকদিন বাকি। তবুও এখনও দুর্গাপুজোর অনুমতি মেলেনি, এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ পুজো সংগঠন। চলতি বছর থেকে পুজো করার ইচ্ছে প্রকাশ করে পুজোর অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন হিন্দু সেবা দল নামে একটি সংগঠন। তাদের অভিযোগ পুলিশ তাদের অনুমতি দেয়নি। সিআইটি রোড রামলীলা ময়দানে প্রথমবার দুর্গা পুজো করতে চেয়ে আবেদন জানিয়েছিল তারা। পুলিশের কাছে আবেদন না মেলায় হাইকোর্টে মামলা। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্য জানায়, ২০০৪ সালের হাইকোর্টের দেওয়া গাইড লাইন অনুযায়ী কোনও নতুন পুজোর অনুমতি দেওয়া যাবে না। সেই সওয়াল অনুযায়ী সিঙ্গল বেঞ্চ আবেদন খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় হিন্দু সেবা দল।ডিভিশন বেঞ্চে নয়া তত্ত্ববিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে এই মামলা উঠলে মামলাকারীরা রাজ্যের দলিলকে চ্যালেঞ্জ করে তথ্য তুলে ধরে দেখায় রাজ্য বলছে নতুন কোনও পুজোর অনুমতি দেওয়া হয়নি, কিন্তু অনেক পুজো শুরু হয়েছে। তখন রাজ্য নিজেদের স্বপক্ষে বলেন, নতুন পুজোর আয়োজন হলেও তাদের অনুমতি দেওয়া হয়নি। তাতে বিরক্ত আদালত বেআইনি ভাবে পুজো চলছে জেনেও কেন কোনও পদক্ষেপ করা হচ্ছে না, তাই নিয়ে প্রশ্ন তোলে। আদালত বলে, 'অনুমতি না থাকলে কি করে পুজো হচ্ছে? পুলিশ কেন বন্ধ করছে না। যখন জানাই আছে, এইগুলো বেআইনি পুজো!' এরপরই আদালতের নির্দেশ, আবেদনকারীদের পুজোর অনুমতির আর্জি ৪৮ ঘণ্টার মধ্যে বিবেচনা করতে হবে পুলিশ ও পুরসভাকে। এ বছর যদি একটিও নতুন পুজোর অনুমতি দেওয়া হয়ে থাকে তাহলে এদেরও অনুমতি দিতে হবে বলে কড়া নির্দেশ ডিভিশন বেঞ্চের।উল্লেখ্য, এর আগে পুজোর অনুদান নিয়েও আদালতে দায়ের হয় মামলা। দুর্গাপুজোয় রাজ্যের ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা দেওয়ার সরকারি ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়।দুর্গাপুজোর তারিখ, পুজোর রীতি, পুজোর গল্প, পুজোর খবর, পরিষেবা সংক্রান্ত খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটাল হোয়াটস অ্যাপ চ্যানেল। ক্লিক করুন- https://bit.ly/eisamay-whatsapp-channel
  • Link to this news (এই সময়)