• Durga Puja Pandal Hopping Tour 2023: AC বাসে ঠাকুর দেখা, পাত পেড়ে ভোগ! দুর্দান্ত পুজো প্ল্যান নিয়ে হাজির পর্যটন দফতর
    এই সময় | ১০ অক্টোবর ২০২৩
  • শনিবার মহালয়া। পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা। সিংহভাগ বাঙালির পুজোর কেনাকাটা প্রায় শেষ। শহরের সেরা বারোয়ারি পুজোর মণ্ডপগুলিতে এখন চলছে শেষ মুহূর্তের কাজ। সব ভুলে এখন জোরকদমে পুজো প্ল্যানিংয়ে ব্যস্ত বাঙালি। কবে কোন মণ্ডপ ঘুরে দেখে যায়, চলছে সেই পরিকল্পনা। এর মধ্যেই পুজোপ্রেমী বাঙালির জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এল রাজ্য পর্যটন দফতর। দুর্গাপুজোর ট্যুর প্যাকেজ 'সনাতনী' নিয়ে আগ্রহ তুঙ্গে। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম পরিচালিত এই বিশেষ ট্যুর প্যাকেজে শহরের একাধিক নামজাদা 'বাড়ির পুজো' দেখার সুযোগ মিলবে।'সনাতনী' নিয়ে পুজোর দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম দফতর সূত্রে খবর, সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন শহরের সেরা বাড়ির পুজোগুলি ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। পুজোর এই বিশেষ দিনগুলিতে প্রত্যেকদিন সকাল ৮টা থেকে বেলা ১২টা অবধি চলবে এই বিশেষ পুজো পরিক্রমা। রবীন্দ্র সদন থেকে শুরু হয়ে দর্শনার্থীদের একাধিক বাড়ির পুজো ঘুরে দেখানো হবে।'সনাতনী' ট্যুর প্যাকেজের মধ্যে রয়েছে খেলাট ঘোষবাড়ি, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, চন্দ্রবাড়ি, রানি রাসমণি বাড়ি, ঠনঠনিয়া দত্তবাড়ি এবং জোড়াসাঁকো দাঁ বাড়ি।দর্শনার্থীরা এই ট্যুর প্যাকেজ বুক করলে এসি বাসে করে শহরের এই অন্যতম সেরা 'বাড়ির পুজো'-গুলি ঘুরে দেখার সুযোগ পাবেন। বাসে তাঁদের সকালের ব্রেকফাস্ট দেওয়া হবে। দুপুরে শোভাবাজার রাজবাড়িতে ভোগ খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এই ট্যুর প্যাকেজে অংশগ্রহণ করার জন্য দর্শনার্থীদের মাথাপিছু ১৯৯৯ টাকা ধার্য করা হয়েছে।আগ্রহী দর্শনার্থীরা পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ওয়েবসাইট www.wbtdcl.com -র মাধ্যমে এই ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়াও কোন অনুমোদিত ট্যুরিস্ট অপারেটরের থেকেও বুক করা যাবে এই প্যাকেজ। পর্যটন দফতরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে এ কথা জানানো হয়েছে।অন্যদিকে পুজোর সাজে সেজে উঠছে কলকাতা। শহরের বিভিন্ন ইতিমধ্যেই লেগে গিয়েছে পুজোর ব্যানার। মণ্ডপ তৈরির কাজও প্রায় শেষ। মহালয়ার পর থেকেই পুজো উদ্বোধন শুরু করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিড় সামাল দেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনও যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে। সব মিলিয়ে মর্ত্যে উমাকে স্বাগত জানাতে প্রস্তুত বঙ্গবাসী।সেরা খবর জানুন মোবাইলে। ফলো করুন এই সময় ডিজিটালে হোয়াটসঅ্যাপ চ্যানেল। রইল লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)