• Kamduni Case Verdict : কামদুনির রায়ের প্রেক্ষিতে জোড়া মিছিল! শহরে হাঁটবেন মৌসুমী-টুম্পারা, গ্রামে শুভেন্দু
    এই সময় | ১০ অক্টোবর ২০২৩
  • কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায় ঘোষণার পর থেকেই বিভিন্নমহলে দেখা দিয়েছে ক্ষোভ। রায়ের প্রেক্ষিতে অসন্তোষও প্রকাশ করেছেন কামদুনির মানুষ। আর এবার সেই রায়ের প্রেক্ষিতে পথে নামতে চলেছেন মানুষ। তবে কোনও রাজনৈতিক দলের পতাকার নিচে এই মিছিল আয়োজতি হচ্ছে না। এটি সম্পূর্ণই নাগরিক মিছিল। মিছিলে অংশ নেওয়ার কথা কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা, মৌসুমীদের। এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষেরা অংশ নিতে পারেন মিছিলে। জানা গিয়েছে আজ ভিক্টোরিয়া হাউজ থেকে শুরু হবে মিছিল। তারপর মিছিল পৌঁছবে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত।অন্যদিকে এদিন কামদুনিতেও একটি মিছিলের আযোজন করা হচ্ছে। মিছিলে বিশেষ ভূমিকা থাকছে বিজেপির মহিলা মোর্চার। কামদুনি বাসস্ট্যান্ড থেকে কামদুনি গ্রামের দিকে যাবে মিছিল। সেই মিছিলে উপস্থিত থাকার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।এদিকে কামদুনির নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, তাই সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে সোমবারই সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তদন্তকারী সংস্থা সিআইডি। কিন্তু কামদুনিকাণ্ডে এখনই কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ নয় বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। নোটিশ জারি করে সব পক্ষের জবাবও তলব করে দেশের শীর্ষ আদালত।প্রসঙ্গত, ২০১৩ সালে কামদুনির গণধর্ষণ ও হত্যার ঘটনা গোটা রাজ্যে তোলাপাড় ফেলে দেয়। ঘটনায় গোটা রাজ্যে ওঠে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছিল। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সেই সময় কামদুনিতে দাঁড়িয়েই দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলেন মমতা।গত শুক্রবার সেই মামলায় রায় দেয় কলকাতা হাইকোর্ট। রায়ে দেখা যায় সাজা কমে গিয়েছে দোষীদের। ২ জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। বাকিদের মুক্তির নির্দেশ দেয় আদলত। এদিকে সেই রায় ঘোষণার পরেই ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় বিভিন্নমহলে। রায়ের সঙ্গে সহমত পোষণ করেননি কামদুনির প্রতিবাদীরাও। এবার সেই ঘটনায় শহরের বুকে দেওয়া হল মিছিলের ডাক।এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। রাজ্য সরকারের এসএলপি লোক দেখানো বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারীর। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাজ্য সরকার যা করার করছে।'আরও অন্যান্য খবর জানতে এখনি ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)