• ঘরের ছেলে পল্টু নেই ৩ বছর, তবু প্রথা মেনেই চলছে জৌলুসহীন মিরিটির দুর্গাপুজো
    প্রতিদিন | ১০ অক্টোবর ২০২৩
  • দেব গোস্বামী, বোলপুর: পরনে সাদা ধুতি, গায়ে পাটবস্ত্র উত্তরীয়। সপ্তমীর সকালে কলাবউ স্নান থেকে শুরু করে অষ্টমীর মুখস্থ চণ্ডীপাঠ। গোটা গ্রামে পুজো চারদিন বিশেষ নিরাপত্তা বেষ্টনী। এই চিত্র সকলেরই ভীষণ চেনা। রীতি মেনেই প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজো হচ্ছে বীরভূমের মিরিটি গ্রামের মুখোপাধ্যায় বাড়িতে। কিন্তু প্রণব মুখোপাধ্যায় নেই। তাঁকে ছাড়া পুজো যেন অসম্পূর্ণ মিরিটির গ্রামে। তবে পুরোদমে চলছে পুজোর আয়োজন। সময়মতো তৈরি হয়েছে মায়ের মূর্তির কাঠামো, তাতে মাটিও চড়েছে। হয়ত এবারেও হবে সবই। কিন্তু শুধু থাকবেন না তিনি। থাকবে না নিরাপত্তার বহর। কারণ, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির এবারেও শূন্যস্থানেই বিরাজ করবেন তিনি।

    ২০২০ সালের ৩১ অগাস্ট প্রয়াত হন এই বর্ষীয়ান রাজনীতিক নেতা ও দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। শুধু মুখোপাধ্যায় পরিবার নয়, সমগ্র মিরিটির মন ভারাক্রান্ত। পুজোয় তিনি আর নেই-ভেবেই ব্যথিত গ্রামের সকলে। স্বাভাবিকভাবেই এবারেও জৌলুষহীন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির গ্রামের বাড়ির দুর্গাপুজোর আয়োজন।
  • Link to this news (প্রতিদিন)