• Nobel Laureate Amartya Sen Health Update: অমর্ত্য সেনের মৃত্যুর খবর ভুয়ো, জানালেন কন্যা নন্দনা
    এই সময় | ১০ অক্টোবর ২০২৩
  • নোবেলজয়ী ও ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর ভুয়ো খবরে ব্যাপক চাঞ্চল্য। সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন ৮৯ বছর বয়সী নোবেলজয়ী। অমর্ত্য সেনের মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো বলে বিবৃতিও দেন কন্যা নন্দনা দেব সেন। খবরটিকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে অমর্ত্য কন্যা নন্দনা বলেন, 'বাবা সম্পূর্ণ সুস্থ, বর্তমানে কেমব্রিজে রয়েছেন। এমনকী সপ্তাহে দু'দিন হার্ভার্ডে ক্লাসও নিচ্ছেন।'মঙ্গলবার বিকেলে আচমকা সোশ্যাল মিডিয়ায় গুজব রটে অমর্ত্য সেন আর নেই। অর্থনীতিতে চলতি বছরের নোবেলজয়ী ক্লডিয়া গল্ডিনের নামে একটি অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবর জানিয়ে পোস্ট করা হয় । নোবেলজয়ী ক্লডিয়া গল্ডিন অর্থনীতির অধ্যাপক অমর্ত্য সেনের ছাত্রী । স্বভাবতই তাঁর নামের এই টুইটে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে আরও একাধিক জন এক্স হ্যান্ডেলে খবরটি করেন। কিন্তু, খানিকক্ষণের মধ্যেই জানা যায় ওই অ্যাকাউন্টটি ভুয়ো। এই বিষয়টি নিয়ে অমর্ত্য কন্যা নন্দনা দেব সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নোবেলজয়ী সম্পূর্ণ সুস্থ আছেন।টুইটে নন্দনা লেখেন, 'শুভান্যুধায়ীদের বলছি, আপনাদের উদ্বেগের কারণ নেই। বাবা একদম সুস্থ আছেন। এই তো কেমব্রিজে আমরা একসঙ্গে উইকএন্ডে দারুণ সময় কাটালাম। বিদায় নেওয়ার সময় এখনও তাঁর আলিঙ্গন স্নেহ সম্ভাষণ বরাবরেই মতোই জোরালো ছিল। বাবা নিয়ম করে এখনও সপ্তাহে দুই দিন হার্ভাডে নিয়ম করে ক্লাস করেন। একইসঙ্গে জোরকদমে চলছে বইয়ের কাজও।'মাস খানেক আগেই শান্তিনিকেতনে এসেছিলেন নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন। শান্তিনিকেতনে তাঁর বাড়ি 'প্রতীচী'-তেই ছিলেন তিনি। ১৯৩৩ সালে ৩ নভেম্বর শান্তিনিকেতনে জন্ম অমর্ত্য সেনের। চলতি বছর ৮৯-এ পা দিয়েছেন তিনি। তাঁর নাম রেখেছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অর্থনীতির অধ্যাপক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পর দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান অমর্ত্য সেন।
  • Link to this news (এই সময়)