• Gurugram Pub News : পাবে খাবার কিনতে গিয়ে বিপত্তি! বাউন্সারের মারে দৃষ্টি হারালেন ব্যক্তি
    এই সময় | ১০ অক্টোবর ২০২৩
  • পাবে খাবার কিনতে গিয়ে বড়সড় শাস্তি পেতে হল এক ব্যক্তিকে। পাব বাউন্সারের মারধরের জেরে ওই ব্যক্তি দৃষ্টি শক্তি হারান বলে অভিযোগ। তার মহিলা বন্ধুকেও বাউন্সাররা আক্রমণ করে বলে দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ব্যক্তির নাম সুমের সিং ভিজ। তিনি গুরুগ্রামের মারুতি বিহার এলাকার সেক্টর-২৮-এর বাসিন্দা।গত শনিবার তিনি বান্ধবীকে সঙ্গে নিয়ে সেক্টর-২৯ এলাকার একটি পাবে গিয়েছিলেন থাবার ও পানীয় কিনতে। অর্ডার দেওয়ার পর অপেক্ষা করেছিলেন সুমের এবং তার বান্ধবী। এই সময় হঠাৎ পাবের কর্মচারী এবং মালিক তার উপর হামলা চালায়। সংখ্যায় তারা ৮ থেকে ১০ জন ছিল বলে ভুক্তভোগী পুলিশকে জানিয়েছেন। এরপর মাটিতে ফেলে তাকে নির্বিচারে কিল, চড় ও ঘুষি মারতে থাকে।বাইন্সারদের মধ্যে একজন তাকে কাঁটাচামচ এবং ছুঁরি নিয়ে আক্রমণ করে বলেও অভিযোগ ভুক্তভোগীর। এদিকে, প্রকাশ্যে মারধরের ঘটনা দেখতে পেয়ে ছুটে আসে পথচলতি মানুষের একাংশ। মারধরের হাত থেকে মারুতি বিহার এলাকার বাসিন্দাকে রক্ষা করে তারা। পরে পুরো ঘটনা জানিয়ে গুরুগ্রামের সেক্টর-২৯ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, বাউন্সারদের হামলায় তাঁর বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন।বাম কানে শুনতেও পারছেন না তিনি। সেই সঙ্গে মারধরের জেরে তার সমস্ত শরীরে ক্ষতের চিহ্ন তৈরি হয়েছে বলেও অভিযোগ করেছেন। পুলিশকে সুমের সিং ভিজ আরও জানিয়েছেন যে পাবের কর্মীদের হামলার হাত থেকে রেহাই পায়নি তার বান্ধবীও। তাকেও হেনস্থা করা হয় বলে জানান। সেই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে বান্ধবীর মোবাইল ছিনতাইয়েরও অভিযোগ করেছেন ভুক্তভোগী।লিখিত অভিযোগের ভিত্তিতে সেক্টর-২৯ থানার পুলিশ পাবের মালিক এবং তার কর্মীদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৮ (হিংসা), ১৪৯ (বেআইনি সমাবেশ), ৩২৩ (আঘাত সৃষ্টি করা) এবং ৫০৬ (ফৌজদারি ভয় দেখানো) ধারা নথিভুক্ত করা হয়েছে। সেক্টর-২৯ থানার পুলিশকর্তা অমিত কুমার জানিয়েছেন যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে, কী কারণে এই হামলা তা নিয়ে পুলিশের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। খাবারের দাম নিয়ে বচসার জেরে এই মারামারি বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। তবে, মারধরের ঘটনায় অভিযুক্তদের রেহাত করা হবে না বলেও আশ্বাস দিয়েছেন পুলিশের ওই কর্তা।https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)