• KFC Menu : মুচমুচে KFC চিকেনে কামড় বসাতেই দাঁত ভাঙার জোগাড়! প্যাকেটের ভিতরে কী?
    এই সময় | ১০ অক্টোবর ২০২৩
  • KFC-র মুচমুচে চিকেন উইংস খেতে কে না ভালোবাসেন। কিন্তু, নরম ফ্রায়েড মাংস কামড় বসাতেই দাঁত ভেঙে যাওয়ার জোগাড় গ্রাহকের। জনপ্রিয় ফুড আউটলেট থেকে কিনে আনা খাবারের প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ। কী ছিল ভিতরে?ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ক্যালিউম ফিহানের সঙ্গে। বছর ২৫-এর এই ফাস্ট ফুড লাভার তাঁর প্রিয় KFC থেকে মিল বক্স কেনেন। বাড়ি ফিরে পছন্দের খাবারে কামড় বসাতেই দাঁত ঝনঝন করে উঠল তরুণের।জানা গিয়েছে, গিলিংহাম শহরের ক্যান্টারবেরি স্ট্রিট থেকে KFC-র খাবার কিনে বাড়ি ফেরেন ক্যালিউম ফিহান। তারপর খাবারের প্যাকেট খুলে কামড় বসাতেই দাঁতে ঠেকে মেটার জাতীয় বস্তু। ক্যালিউম ফিহান বলেন KFC-র চিকেনে রয়েছে একটি পেরেক।IT কর্মী ক্যালিউম ফিহান জানান, এই পেরেকের জন্য আমার দাঁত ভেঙে যেতে পারত। এরপরই এক্স হ্যান্ডেলে এই অভিজ্ঞতার বিষয়টা জানিয়ে তরুণ সংশ্লিষ্ট প্রশাসনে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানান। ছবি সহ সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। ক্যালিউম ফিহান বলেন, 'এত অবহেলা এবং দায়িত্বজ্ঞানহীনতার মতো কাজ KFC-র মতো সংস্থার থেকে অনভিপ্রেত। আমি আপনাদের রেগুলার কাস্টমার। প্রতি সপ্তাহেই এক থেকে দু'বার আমি KFC থেকে খাবার ক্রয় করি।'এ প্রসঙ্গে KFC-র তরফে বলা হয়, 'এমন ঘটনা অপ্রত্যাশিত। আমরা সমস্ত বিষয়টা খতিয়ে দেখছি। তদন্ত করে দেখা হচ্ছে কেন এমনটা হল। আমরা গ্রাহককে এই নিয়ে আপডেট দিতে থাকব।'তবে এটাই প্রথম নয়। এর আগে KFC-র বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। কয়েকমাস আগেই সাউথ ওয়েলসের একটি KFC আউটলেটে এক গ্রাহক তাঁর খাবারের প্যাকেটে মাকড়সা পেয়েছিলেন।এর আগেও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায়, ফ্রায়েড চিকেন চেটে চেটে খাচ্ছেন এক কর্মচারী। অপর একজন বার্গারে ব্যবহৃত লেটুস পাতা গপগপ করে খেয়ে ফেলছেন। চিকেনের সঙ্গে কম্বো অফারে যে চিপস পাওয়া যায়, তাও শেষ করে ফেলছেন তাঁরা। জনপ্রিয় ফাস্ট ফুড রেস্তরাঁ চেন KFC-র একটি আউটলেটের এই কাণ্ডে হইচই পড়ে গিয়েছিল। দোকানটি বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তের কিচেনের অন্দরে এই কাণ্ড ঘটাতে দেখা যায় কয়েকজন কর্মচারীকে। আর সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ঘটনাটি অস্ট্রেলিয়ার একটি KFC রেস্তরাঁর। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।
  • Link to this news (এই সময়)