• Dalai Lama : দিল্লি AIIMS-এ ভর্তি দলাই লামা? মুখ খুলল হাসপাতাল
    এই সময় | ১০ অক্টোবর ২০২৩
  • অসুস্থ হয়ে দিল্লি এইমসে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা ভর্তি বলে কয়েকদিন আগে খবর রটে। যদিও সেই খবরের সত্যটা অস্বীকার করল দিল্লির হাসপাতালটি। রুটিন মাফিক মেডিক্যাল চেক-আপের জন্য বৌদ্ধ ধর্মগুরু এসেছিলেন বলে এইমসের তরফে জানানো হয়েছে। দলাই লামা যে এইমসে ভর্তি নন, তা রবিবার নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ দিন ধরে বৌদ্ধ ধর্মগুরু হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। চিকিৎসার জন্য এইমসে ভর্তিও হয়েছিলেন আগে।হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিয়মিত রুটি চেকআপের জন্য কার্ডিওলজি বিভাগ থেকে দেওয়া হয়েছিল পরামর্শ। সেই পরামর্শ মতোই বৌদ্ধ ধর্মগুরু এসেছিলেন বলে এইমসের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার তিব্বতীয় ধর্মগুরুর ব্যক্তিগত সচিব চিমি রিগজিন জানিয়েছিলেন যে ক্রমাগত ঠাণ্ডায় অসুস্থ হয়ে পড়েছেন দলাই। চিকিৎসকের পরামর্শ নিতে বৌদ্ধ ধর্মগুরু দিল্লি যাবেন বলে জানান তিনি।তবে, শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেও সেই সময় জানিয়েছিলেন ধর্মগুরুর ব্যক্তিগত সচিব। এরপরেই দলাই লামা এইমসে আসায়, সেখানে ভর্তি হয়েছেন বলে খবর রটেছিল। উল্লেখ্য, দলাই লামার এইমসে ভর্তি হওয়ার খবর রটেছিল গত ৮ অক্টোবর। কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব নারাংয়ের তত্ত্বাবধানে ভর্তি হয়েছেন বলে একটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করে।নিউরো বিভাগে একটি বিশেষ ওয়ার্ডে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও খবর চাউর হয়। এই খবর প্রকাশ্যে আসার পর উদ্বেগ তৈরি হয় দলাই লামা অনুরাগীদের মধ্যে। হড়পা বানে বিধ্বস্ত সিকিম। প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ হয়েছেন বহু মানুষ। ঘুরতে গিয়ে সেখানে আটকে পড়েছেন বহু পর্যটক।আগামী ১৬ অক্টোবর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সিকিমে যাওয়ার কথা ছিল দলাই লামার। কিন্তু লামার অফিস থেকে তাঁর সেই সফর পিছিয়ে দেওয়ার কথা করা হয়েছে ঘোষণা। তবে সফর কী কারণে পিছিয়ে দেওয়া হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উল্লেখ্য, তিব্বতে চিনের আধিপত্য বিস্তার হওয়ার পরেই ১৯৫৯ সালে ভারতে পালিয়ে এসে আশ্রয় নেন দলাই লামা।সেই থেকে ভারতেই আছেন তিনি। এরপরেই তিব্বতে স্বায়ত্ত্বশাসনের দাবিতে সুর চড়ান বৌদ্ধ ধর্মগুরু। শান্তিরক্ষায় বিশেষ অবদানের জন্য ১৯৮৯ সালে নোবেল সম্মানে সম্মানিত করা হয়েছিল দলাইকে। চিন দালাই লামাকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী নেতা বলে বিবেচনা করে।https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)