• ভোর রাতে ঘুমিয়ে গোটা পাড়া, বাড়িতে ঢুকে যুবককে গলার নলি কেটে খুন! নেপথ্যে পরকীয়া?
    এই সময় | ১০ অক্টোবর ২০২৩
  • ভোর রাতে বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে খুন করে অবলীলায় চম্পট দিল দুষ্কৃতীরা। ভয়াবহ এই ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। নিজের বাড়িতেই ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে নৃশংসভাবে এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। বাধা দিতে এসে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত মৃতের মা। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের নেতাজী পল্লী এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অভিজিৎ তরফদার । বয়স ৩৮ বছর। পেশায় সে একটি চা বাগানের মালিক। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনা বলে দাবি।কী ভাবে এই ভয়াবহ ঘটনা?পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর রাতে কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে ধারলো অস্ত্র দিয়ে অভিজিৎ বাবুর গলার নলি কেটে চম্পট দেয়। সে সময় দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন মৃত অভিজিৎ বাবুর মা প্রতিভা তরফদারও। অভিজিৎ বাবু ও তার মা প্রতিভা দেবী ছাড়াও বাড়িতে ছিলেন অভিজিৎ বাবুর বাবা রাজেন তরফদার, অভিজিৎ বাবু স্ত্রী দীপ্তি তরফদার এবং তাদের পাঁচ বছরের ছেলে। অভিজিৎ বাবুর বাবা রাজেন তরফদার দোতলার ঘরে ছিলেন। এবং বাকি সদস্যরা নিচের ফ্লোরে ছিলেন বলে জানা গিয়েছে।পরিবারের অভিযোগপ্রতিভা দেবীর অভিযোগ, ঘরের চাবি যেখানে রাখা থাকতো সেখানেই আছে। বাড়ির তিনটে দরজা খুলে কিভাবে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করলো? তার সন্দেহের তীর তার ছেলে অভিজিৎ তরফদারের স্ত্রী দীপ্তি তরফদারের দিকে। তবে আশ্চর্যজনকভাবে নিচতলায় থাকা ভাড়াটিয়ারাও ঘটনা ঘটার সময় কোন কিছু টের পায়নি বলে জানিয়েছেন তারা।পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্টপুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।ইতিমধ্যেই অভিজিৎ তরফদারের স্ত্রী দীপ্তি তরফদারকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। যদিও বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জসপ্রীত সিং টেলিফোনে জানিয়েছেন, 'খুনের ঘটনার তদন্ত শুরু করে আমরা প্রাথমিকভাবে জানতে পারি মৃতের স্ত্রীয়ের সঙ্গে একজনের অবৈধ সম্পর্ক রয়েছে। ওই মহিলাকে রাতেই আটক করা হয়। তারই সূত্র ধরে এদিন চোপড়া ব্লকের দাসপাড়া এলাকা থেকে এক যুবককে আটক করা হয়েছে। এই দুইজনকে মুখোমুখি বসিয়ে জেরা চলছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।'রাজ্য রাজনীতি ও দেশ এবং দুনিয়ার যে কোনও খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটাল হোয়াটস অ্যাপ চ্যানেল। ক্লিক করুন- https://bit.ly/eisamay-whatsapp-channel
  • Link to this news (এই সময়)