• বেকসুর খালাস ৪ অভিযুক্ত, টুম্পা-মৌসুমীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কামদুনিতে নওশাদের ISF
    এই সময় | ১০ অক্টোবর ২০২৩
  • কামদুনি গণধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত চারজন বেকসুর খালাস। নিম্ন আদালতে ফাঁসির সাজাপ্রাপ্ত এক অভিযুক্তের ফাঁসি রদ ও বাকি অভিযুক্তের সাজা যাবজ্জীবন কারাদণ্ড থেকে কমিয়ে মুক্তি দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। এই রায়ে ব্যাপক অসন্তোষ কামদুনিতে। নিরাপত্তা নিয়ে চিন্তিত কামদুনির নির্যাতিতার পরিবার। প্রতিবাদী ও আন্দোলনকারী মৌসুমী ও টুম্পা কয়ালও প্রাণ ভয়ে ভীত। ১০ বছরের আন্দোলনের পর উচ্চ আদালতের রায়ে অভিযুক্তদের মুক্তিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে কামদুনিতে।কামদুনিতে ISFঅভিযুক্তদের জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই কামদুনিতে হাজির আইএসএফ। কামদুনির প্রতিবাদী প্রতিবাদী মুখ মৌসুমির ও টুম্পার নিরাপত্তা নিশ্চিত করতে এবং পাশে থাকার বার্তা দিতে ওই গ্রামে যান ISF -এর প্রতিনিধি দল। পাশে থাকার বার্তা দিয়ে কামদুনিতে গিয়ে আই এস এফ এর জেলা সভাপতি সহ নেতৃত্ব দেখা করল মৌসুমীর সঙ্গে। এই দিন আইএসএফ নেতৃত্বের মুখে ফের শোনা যায় পূর্বের কথা । তারা প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে ঘটনা ঘটার পর কিভাবে নির্যাতিতার রেট বেধে দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন এই দিন আইএসএফ নেতৃত্ব। পাশাপাশি মৌসুমি,টুম্পা কে মাওবাদী তকমা দেওয়া প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে এইদিন আক্রমণ করে আইএসএফ নেতারা।আইএসএফ-এর হুঁশিয়ারিইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতারা জানিয়েছেন, ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকির নির্দেশ মতই তারা কামদুনি গ্রামে আসে। কামদুনির ঘটনাকে প্রথম থেকে রাজ্য সরকার আড়াল করার এবং যারা প্রকৃতপক্ষের দোষী তাদেরকেও আড়াল করার চেষ্টা করছে বলে এইদিন অভিযোগ করে আইএসএফ নেতৃত্ব। কামদুনিতে দাঁড়িয়ে তাদের হুঁশিয়ারি, প্রকৃত যারা দোষী তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এখন কোনওভাবে যদি কামদুনিতে মৌসুমি ও টুম্পা কয়ালের মত প্রতিবাদীদের উপর আক্রমণ নামে তার জন্য আইএসএফ রাস্তায় নামতে বাধ্য হবে।মৌসুমীর বার্তাপাশাপাশি পুলিশ মন্ত্রীর পদত্যাগেরও দাবি জানায় আইএসএফ। তাদের দাবি, পুলিশের গাফিলতির জন্যেই ছাড়া পেয়ে যাচ্ছে অপরাধীরা। কলকাতা হাইকোর্ট থেকে তেমনটাই রিপোর্ট জানতে পেরেছে বলে জানান নেতৃত্ব। আইএসএফ নেতৃত্বের সঙ্গে দেখা হওয়ার পর কামদুনি প্রতিবাদী মৌসুমি জানান, 'নওশাদ ভাইকে আমার নমস্কার। আমি কৃতজ্ঞ যে আপনারা আমাদের পাশে আছেন।' মৌসুমী টুম্পার মতো গোটা কামদুনিই চায় এই আন্দোলনে পাশে থাকুন নওশাদও।কী হয়েছিল কামদুনিতে?২০১৩ সালের ৭ জুনের ঘটনার নৃশংসতায় কেঁপে উঠেছিল গোটা বাংলা। তরুণীকে গণধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। সেই মামলাতেই অভিযুক্ত ছয় জনের মধ্যে মাত্র ২ জন দোষী সাব্যস্ত হয় উচ্চ আদালতে এবং ফাঁসির সাজা কমে হয় আমৃত্যু কারাদণ্ড। এতদিন ধরে অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলন চালানোর পর তাদের মুক্তিতে আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে দাবি তাদের।সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটাল হোয়াটস অ্যাপ চ্যানেল। ক্লিক করুন- https://bit.ly/eisamay-whatsapp-channel
  • Link to this news (এই সময়)