• ‘‌ধর্ষকদের রক্ষক মমতা বন্দ্যোপাধ্যায়’‌, কামদুনিতে মিছিল করে সুর চড়ালেন শুভেন্দু
    হিন্দুস্তান টাইমস | ১০ অক্টোবর ২০২৩
  • কলকাতা হাইকোর্টে কামদুনি মামলার রায় ঘোষণার পরই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। এই রায়ে হতাশ কামদুনির প্রতিবাদীরা। তাঁরা এখন সুপ্রিম কোর্টে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই জেল থেকে ছাড়া পেয়েছে কামদুনির চারজন। আর এই আবহের মধ্যেই আজ, মঙ্গলবার কামদুনিতে বিজেপির মহিলা মোর্চা মিছিল করল। রাজারহাট থেকে কামদুনি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করছে বিজেপির মহিলা মোর্চা। আর কামদুনিতে বিজেপির মহিলা মোর্চার মিছিলে সামিল হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী–সহ কয়েকজন বিধায়কও। এখান থেকেই রাজ্য সরকার ও সিআইডি –কে আক্রমণ করেছেন শুভেন্দু।

    কামদুনি কাণ্ডে কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে দেখা দিয়েছে ক্ষোভ। রায়ের প্রেক্ষিতে অসন্তোষও প্রকাশ করেছেন কামদুনির মানুষ। আর এবার সেই রায়ের প্রেক্ষিতে পথে নামল সাধারণ মানুষ। এটি সম্পূর্ণই নাগরিক মিছিল। মিছিলে অংশ নেন কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল, মৌসুমী কয়াল। এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষেরা অংশ নেন এই মিছিলে। আজ মঙ্গলবার ভিক্টোরিয়া হাউজ থেকে শুরু হয় এই মিছিল। তারপর মিছিল শেষ হয় গান্ধীমূর্তির পাদদেশে। কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল বলেন, ‘‌আমরা পথে নামতে বাধ্য হলাম। রাজ্য সরকার আমাদের পথে নামতে বাধ্য করল। কলকাতা হাইকোর্টে বুক ভরা আসা নিয়ে আসতাম। আমরা জানতাম সেই রায়ই বহাল থাকবে। আমাদের আশা শেষ হয়ে গেল!’‌

    আরও পড়ুন:‌ কলকাতা পুরসভায় পুরকর্মীর আত্মহত্যার চেষ্টা, ছুটে এসে প্রাণ বাঁচাল পুলিশ

    এদিকে আজকের মিছিলে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কামদুনির মিছিলে বিশেষ ভূমিকা নেয় বিজেপির মহিলা মোর্চা। দোষীদের চরম শাস্তির দাবি তুলে শুভেন্দু অধিকারী বলেন, ‘‌সিআইডিই খালাস করিয়েছে। ১০ বছরে ১৫ বার আইনজীবী বদলে রাজ্য সরকারই খালাস করার ব্যবস্থা করেছে। ধর্ষকদের বাড়িতে পুলিশ, আর যাঁরা নিরাপত্তা চেয়েছে তাঁরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। ওরা যা চাইবে সবরকম সাহায্য করব।’‌ আর মৌসুমী কয়াল বলেন, ‘‌বিচার পেলাম কোথায়? বিচার পাইনি বলেই তো রাস্তায় নামতে হয়েছে।’‌ যদিও রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। তখন শুভেন্দুর এই পদক্ষেপ ইস্যু হাতিয়ে নেওয়ার কৌশল বলে মনে করছে তৃণমূল কংগ্রেস।

    আর কী বলেছেন শুভেন্দু?‌ অন্যদিকে আজ আবার দেবংশু ভট্টাচার্য টুইট করেছেন। সেখানে বিজেপির আইনজীবী ফিরোজ এডুলজি ধর্ষকদের পক্ষে সওয়াল করেছেন বলে দাবি করেন। আর শুভেন্দু অধিকারীর কথায়, ‘‌আমরা এই ঘটনায় বিচারব্যবস্থাকে কোনওরকম দায়ী করতে চাই না। সর্বোচ্চ বিচারব্যবস্থার প্রতি আমাদের সম্মান রয়েছে। সিআইডি এই কেসটাকে দুর্বল করেছে। এই ধর্ষকদের রক্ষক মমতা বন্দ্যোপাধ্যায়। এই কামদুনির ঘটনাকে ছোট ঘটনা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা শুনলে অবাক হবেন, মৌসুমী–টুম্পাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা হয়নি। কিন্তু ধর্ষকদের বাড়ির সামনে পুলিশ মোতায়েন হয়েছে। যাতে তারা সুরক্ষিত থাকে। প্রমাণ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ধর্ষকদের নিরাপত্তা দেয়।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)