• তল্লাশি বন্ধ করতে আমরাও ফোন করতে পারতাম, সুকান্তর মন্তব্যে তোলপাড় বিতর্ক
    হিন্দুস্তান টাইমস | ১০ অক্টোবর ২০২৩
  • কেন্দ্রীয় এজেন্সির ওপর তাদের কোনও নিয়ন্ত্রণ নেই, রানাঘাট উত্তর – পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানাকে হাতিয়ার করে যখন এই তত্ত্ব প্রতিষ্ঠা করতে তৎপর বিজেপি, তখন সব চেষ্টায় জল ঢেলে দিলেন দলেরই রাজ্য সভাপতি। বলে বসলেন, ‘তল্লাশি বন্ধ করতে তো আমরাও ফোন করতে পারতাম।’

    সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সুকান্তবাবু বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন তল্লাশি চলছিল, তল্লাশি বন্ধ করতে আমরাও ফোন করতে পারতাম। কিন্তু আমরা এতে বিশ্বাসী নই।’

    শুভেন্দু অধিকারীকে নারদায় কেন্দ্রীয় সংস্থা কেন তলব করছে না? এই প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, ‘যাঁকে প্রয়োজন তাঁকে ডাকবে। প্রয়োজন না হলে কেন ডাকবে।’

    সুকান্তবাবুর মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিকে নতুন করে আক্রমণে নেমেছে তৃণমূল। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘সুকান্তবাবুর এই মন্তব্যে স্পষ্ট, কেন্দ্রীয় এজেন্সিগুলি বিজেপির নির্দেশে চলে।’

    এর আগে অভিষেকের ধরনা নিয়েও একই রকম মন্তব্য করেছিলেন সুকান্তবাবু। তিনি বলেছিলেন, ‘ওঁকে কিছু করতে হবে না। সুকান্ত মজুমদার একটা ফোন করবে, সব টাকা চলে আসবে।’ সুকান্তর সেই মন্তব্য নিয়েও কম বিতর্ক হয়নি।

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)