• সন্ধ্যা পর্যন্ত EDর কাছে জমা পড়ল না অভিষেকের সম্পত্তির খতিয়ান, কী বলল আদালত?
    হিন্দুস্তান টাইমস | ১০ অক্টোবর ২০২৩
  • আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইডির কাছে জমা পড়ল না অভিষেকের সম্পত্তি সংক্রান্ত নথি। এদিন বিকেলে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এমনটাই জানিয়েছেন ইডির আইনজীবী। এর পর ইডিকে আইন মেনে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।

    গত ৫ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ১০ অক্টোবরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর সম্পত্তি সংক্রান্ত নথি ইডিকে জমা দিতে হবে। মঙ্গলবার বিকেলে এই মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠলে ইডির আইনজীবী জানান, মঙ্গলবার বিকেল ৪টে ৩০ মিনিট পর্যন্ত ছাপার অক্ষরে কোনও নথি ইডির কাছে জমা পড়েনি। ই-মেলে কোনও নথি এসেছে কি না তা খতিয়ে দেখতে হবে।

    এর পর বিচারপতি সিনহা নির্দেশ দেন, আদালতের নির্দেশ অমান্য করলে অভিষেকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করতে পারবে ইডি।

    বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে অভিষেকের পেশ করা নথি খতিয়ে দেখে তাঁকে তলব করতে পারবে ইডি। কিন্তু পুজোর মধ্যে তলব করা যাবে না তৃণমূলের সাধারণ সম্পাদককে।

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)