• গোপনীয়তার অধিকার খর্ব হচ্ছে, আদালতের কাছে রক্ষাকবচ চাইলেন রুজিরা
    হিন্দুস্তান টাইমস | ১০ অক্টোবর ২০২৩
  • তাঁকে নিয়ে সংবাদমাধ্যমের একাংশ অপপ্রচার করছে। এতে খর্ব হচ্ছে তাঁর গোপনীয়তার অধিকার। এই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের কাছে রক্ষাকবচ চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। যদিও সিবিআইয়ের আইনজীবী পালটা সওয়ালে বললেন, রুজিরা থাইল্যান্ডের নাগরিক। গোপনীয়তার শর্ত বিদেশি নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এব্যাপারে রুজিরার আবেদন খারিজ করে তাঁকে নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানহানির মামলা করার পরামর্শ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

    এদিন আদালতে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কিশোর দত্ত বলেন, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকে উপলক্ষ্য করে সংবাদমাধ্যমের একাংশ এমনভাবে প্রচার করছে যাতে রুজিরাদেবীর গোপনীয়তার অধিকার খর্ব হচ্ছে। ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেন গোপনীয়তার অধিকার সুনিশ্চিত করে। সেই অনুচ্ছেদ অনুসারে রুজিরাকে রক্ষাকবচ দেওয়া হোক।

    পালটা সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, রুজিরা দেবী নিজেকে থাইল্যান্ডের নাগরিক বলে দাবি করেছেন। ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ শুধুমাত্র ভারতীয় নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য। রুজিরা দেবীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। পালটা কিশোর দত্ত বলেন, ২১ নম্বর অনুচ্ছেদে কোথাও লেখা নেই যে সেটি শুধুমাত্র ভারতীয় নাগরিকের জন্য প্রযোজ্য।

    দুপক্ষের সওয়াল শুনে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, ‘এগুলো রাজনৈতিক অপপ্রচারের অংশ হতে পারে। যাতে আদালত হস্তক্ষেপ করতে পারে না। কারও কোনও বক্তব্য অবমাননাকর মনে হলে রুজিরাদেবী মানহানির মামলা করতে পারেন।’

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)