• উৎসবের মরশুমে অপরাধ রুখতে শহরের রাস্তায় এবার বুলেট বাহিনী
    এই সময় | ১১ অক্টোবর ২০২৩
  • Asansol Durgapur Commissionarate: ঘন জনবসতি এলাকায় আনমনে হাঁটছে পথচারী। হঠাৎ করেই বাইকে সওয়ার দুষ্কৃতী হাত থেকে ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে চলে গেল মোবাইল। কখনও বা আবার টাকা ভর্তি ব্যাগ, কখনও বা মহিলাদের সোনার চেন। আসানসোলের রাস্তায় প্রতিদিন এমন ঘটনাই ঘটছে। শুধু ফাঁকা রাস্তা নয় খোদ আসানসোল শহরের প্রাণকেন্দ্র বিএনআর মোড়ে এক মহিলার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে দিন কয়েক আগে। পুলিশ যতক্ষণে খবর পেয়ে আসছে ততক্ষণে বাইক নিয়ে দুষ্কৃতীরা পগাড়পাড়। সিসিটিভি দেখেও তাদের চিহ্নিত করা যায়নি। এই টিজিং, ছিনতাই সহ অন্যান্য ঘটনা রুখতে এবার তেড়েফুঁড়ে নামল পুলিশ।এই খুচরো অপরাধ রুখতে নতুন উদ্যোগ নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট । শীঘ্রই কমিশনারেট এলাকায় নামছে পুলিশের বুলেট বাহিনী। ১৫ টি ঝাঁ চকচকে নতুন বুলেটে এবার রাস্তায় টহল দেবে এই পুলিশ বাহিনী। যাদের পোশাকি নাম দেওয়া হয়েছে 'রক্ষক'। এর আগে মহিলাদের সুরক্ষার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে শক্তি বাহিনীকে নিয়ে আসা হয়েছিল। স্কুটিতে মহিলা পুলিশরা টহল দেয় গোটা শহর জুড়ে। এর জেরে রাস্তায় ইভটিজিং বা অন্যান্য ঘটনা কমেছে। মহিলারাও বাড়তি নিরাপত্তা পেয়েছেন শহরে। এছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মহিলাদের জন্য অভয়া অ্যাপও চালু করা হয়েছিল । বিপদে পড়লেই অভয়া অ্যাপের সুইচ টিপলেই সেই বার্তা চলে যেত কন্ট্রোল রুমে আর সেই বার্তা নির্দিষ্ট লোকেশন ধরে শক্তি টিমের কাছে পৌঁছে দেওয়া হতো। স্কুটি চালিত শক্তি টিমের মহিলা পুলিশ তৎক্ষণাৎ পৌঁছে যেতেন সেই এলাকায়।সেই সাফল্যের পরই এবার রাস্তায় এই ধরনের অপরাধ রুখতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের রক্ষক বাহিনী নিয়ে এল। মোট ১৫টি বুলেটে আসানসোল এবং দুর্গাপুরের বিশেষ এলাকাগুলিতে টহল দেবে এই পুলিশ বাহিনী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার সিং জানিয়েছেন, বেসরকারি কারখানার সিএসআর প্রজেক্ট এর মাধ্যমে এই বুলেটগুলিকে পাওয়া গিয়েছে এবং সেই বুলেট দিয়েই এই রক্ষক বাহিনী তৈরি করা হয়েছে। পুজোর মরশুমে যারা শহর জুড়ে ঘুরে বেড়াবে এবং মানুষকে নিরাপত্তা দেবে। এর ফলে অপরাধ অনেকটাই কমবে বলে আশা করা যায়। পুজোর পরেও এরা সক্রিয় থাকবে। বিশেষ করে বাংলা, ঝাড়খন্ড সীমা এলাকা বিভিন্ন জেলার যে সীমা গুলি রয়েছে সেখানে এই বুলেট বাহিনী বেশি করে টহল দেবে। মনে করা হচ্ছে রক্ষক এই বাহিনী নামার পরেই রাস্তায় যে অপরাধ ঘটত বা ছিনতাইয়ের মতন ঘটনা ঘটত। সেই ঘটনা অনেকটাই কমবে বলে আশা করা যায়।অপরাধ, অপরাধ রুখতে কীভাবে থাকবেন সতর্ক, পুলিশের দক্ষতায় কী ভাবে রোখা গেল অপরাধ, সমস্ত ধরনের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)