• দেশপ্রিয় পার্কের পুজোয় স্টল দিতে চান? র‌ইল খরচ সহ যাবতীয় তথ্য
    এই সময় | ১১ অক্টোবর ২০২৩
  • ২০১৫ সালে সব থেকে বড় দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক। বিশালাকার দুর্গাপ্রতিমা দেখতে উপচে পড়েছিল দর্শনার্থীদের ভিড়। জনসমুদ্র এতটাই বাড়তে থাকে যে শেষমেশ সাধারণ দর্শনার্থীদের জন্য পুজোয় প্রবেশ বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। উৎসবের দিনে সেই দেশপ্রিয় পার্কে ব্যবসা করে বাড়তি উপার্জন করার দারুণ সুযোগ। পুজো কমিটির তরফে বড় ঘোষণা করা হয়েছে।দেশপ্রিয় পার্ক দুর্গোৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে পুজোর স্টল বুকিংয়ের বিজ্ঞাপন দেখে ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। দেশপ্রিয় পার্কে স্টলের জন্য পুজো কমিটির তরফে দেওয়া হয়েছে একটি মোবাইল নম্বর। ওই মোবাইল নম্বরে ফোন করে স্টল বুক করা যেতে পারে। উদ্যোক্তরা জানিয়েছেন, ফোন করে স্টল বুক করেল বিশেষ ছাড়ও মিলবে।পুজো কমিটির সদস্য রিন্টু এ প্রসঙ্গে এই সময় ডিজিটালকে বলেন, '৮ ফুট বাই ৮ ফুট দোকানের বন্দোবস্ত রয়েছে। চতুর্থী থেকে দশমী অবধি স্টল দেওয়া যাবে। এই ছয়দিনের জন্য স্টল ভাড়া ৭০ হাজার টাকা। তাড়াতাড় স্টল বুক করলে ৫ হাজার টাকা ছাড় দেওয়া হবে।'দুর্গাপুজো একদিকে যেমন আনন্দের, তেমনই বহু মানুষ বাড়তি রোজগারের জন্য বছরভর অপেক্ষা করে থাকেন। বিভিন্ন পুজো মণ্ডপ থেকে শুরু করে রাস্তাঘাট, হরেকরকম স্টল দেখায় যায় পুজোর সময়। খাবারের দোকানগুলি ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সেখানে দেশপ্রিয় পার্কের মতো জনপ্রিয় পুজো মণ্ডপে স্টল নিলে ব্যবসা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে।'এত বড় সত্যি', ২০১৫ সালে দুর্গাপুজোর আগে গোটা কলকাতা ছেয়ে গিয়েছিল এই পোস্টারে। এই নিয়ে জনমানসে তীব্র আগ্রহ তৈরি হয়। সময়ের সঙ্গে জানা যায়, সব থেকে বড় দুর্গাপ্রতিমা বানাতে চলছে দেশপ্রিয় পার্ক। সেবার ৮৮ ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল এই পুজো কমিটি। কিন্তু ভিড়ে চাপে তৈরি হয় পদপিষ্ট হওয়ার আশঙ্কা সেই কারণে বন্ধ করে দেওয়া হয় দর্শনার্থীদের প্রবেশ।সব থেকে বড় দুর্গা তৈরি করেও, দুর্গাপুজোর ইতিহাসে বিতর্কিত অধ্যায় হিসেবেই রয়ে গিয়েছে সব থেকে বড় দুর্গা প্রতিমা। শিল্পী মিন্টুপালের নেতৃত্বে ২২জনের একটি দল প্রায় ৬ মাসের বেশি সময় ধরে তৈরি করেছিলেন এই প্রতিমা। একটি সিমেন্ট নির্মাতা সংস্থা সেবার পুজোর মূল স্পনসর ছিল। তাদের ডানকুনির কারখানাতেই দুর্গাপ্রতিমাটি রয়েছে বলে জানা গিয়েছে।রাজ্য, দেশ, দুনিয়া হোক বা খেলা, বিনোদন। সব খবর সবার আগে জানুন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। রইল লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)