• গুলি-বোমায় কাঁঁপছে ইজরায়েল! গবেষণায় গিয়ে আটকে ছেলে-বউমা, ঘুম নেই পরিবারের
    এই সময় | ১১ অক্টোবর ২০২৩
  • যুদ্ধ পরিস্থিতি ইজরায়েলে। সেখানেই গবেষণা করছে ছেলে বৌমা, দুশ্চিন্তায় বৃদ্ধ মা বাবা। মুহূর্মুহু পড়ছে বোমা, গ্রেনেড, মিসাইল। ইজরায়েলের হাইফা শহরে থাকেন উত্তরপাড়ার মুখার্জি স্ট্রিটের গবেষক দম্পতি।সোমোদয় হাজরা তার স্ত্রী জয়িতা দত্ত হাজরা ও তাদের তিন বছরের মেয়ে সিন্ধুরাকে নিয়ে চিন্তিত সোমোদয়ের মা বাবা।সোমোদয়ের বাবা প্রাক্তন অধ্যাপক উদয় শঙ্কর হাজরা মা গৃহবধূ সোমা হাজরা। দু সপ্তাহ আগেই ছেলের কাছ থেকে ফিরেছেন।সেসময় যুদ্ধের কিছু ছিলনা।হাইফা শহরে এখনো যুদ্ধের আঁচ লাগেনি।তবে স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে।তবে সোমোদয়দের বিশ্ববিদ্যালয় খোলা আছে।সেখানে গবেষণার কাজ চলছে। স্নায়ু তন্ত্র বিষয়ে গবেষণা করেন স্বামী স্ত্রী।সোমোদয় ইজরায়েল থেকে ভিডিয়ো কলে জানান, সাইরেন বাজলে বাঙ্কারে ঢুকে যেতে বলা হয়েছে।বাহাত্তর ঘন্টার জন্য জল, খাবার, পোশাক মজুত করে রাখতে বলা হয়েছে। সোমোদয় ও জয়িতা হাইফার টেকনিয়ন আইআইটি-তে গবেষণা করছেন। কালীপুজোর আগে ৯ নভেম্বর উত্তরপাড়ায় আসার টিকিট কাটা আছে ছেলে বৌমার। তার আগেই ফেরার চেষ্টা করছে তারা।সোমোদয়ের বাবা উদয় শংকর হাজরা বলেন, ছেলে বর্তমানে হাইফা শহরে রয়েছে। অন্য জায়গাগুলোর থেকে এখনো এই জায়গা নিরাপদ। তবে কখন কী ঘটবে তা বলা যায় না ।জামাকাপড় শুকনো খাবার, ওষুধ, পাসপোর্ট ও টাকা পয়সা নিয়ে তাদেরকে তৈরি থাকতে বলা হয়েছে। ছেলে আজকেও তার ল্যাবে গিয়েছে। সকাল দশটা নাগাদ ছেলের সঙ্গে কথা হয়। অনেক ভারতীয় সেখানে রয়েছে। ইন্ডিয়ান অ্যাম্বাসি তাদের সঙ্গে যোগাযোগ করছে।মা সোমা হাজরা বলেন, 'নভেম্বর মাসের ৯ তারিখে ছেলে ও বউমা আসার কথা। সেখানে যা অবস্থা তার আগেও চলে আসতে হতে পারে। হাইফা অনেকটাই সুরক্ষিত এলাকা তবে যুদ্ধের সময় নিরাপদ বলে কিছু থাকে না। ছেলে বউমার সঙ্গে প্রতিদিনই কথা হচ্ছে। অনেক ভারতীয় সেখানে রয়েছে। আমরা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছি।'ভয়ঙ্কর অবস্থা ইজরায়েলের। গাজা স্ট্রিপে লাগাতার এয়ার স্ট্রাইক ইহুদি সেনাদের। জবাবে জঙ্গিদের রকেট উড়ে আসছে। এর মাঝে প্রবাসে আটকে পরিজন। চিন্তায় নাওয়া খাওয়া ভুলেছেন আত্মীয়েরা। যতক্ষণ না তারা ঘরে ফিরছেন ততক্ষণ শান্তি নেই।ইজরায়েল হামাস যুদ্ধ হোক বা তৃণমূল বিজেপি বাগযুদ্ধ, যেকোনও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল হোয়াটস অ্যাপ চ্যানেল। ক্লিক করুন- https://bit.ly/eisamay-whatsapp-channel
  • Link to this news (এই সময়)