• পুরুলিয়ার অযোধ্যায় ভয়াবহ দুর্ঘটনা, গভীর খাদে পড়ে গেল গাড়ি
    এই সময় | ১১ অক্টোবর ২০২৩
  • অযোধ্যা পাহাড়ে ভয়াবহ দুর্ঘটনা। অযোধ্যার পাহাড়িয়া রাস্তায় গাড়ি দুর্ঘটনা। পাহাড়ে ওঠার সময়ে মারাত্মক দুর্ঘটনায় পড়ে বোলেরো গাড়ি। যাত্রী সমেত গাড়িটি সোজা গড়িয়ে পড়ে যায় সুগভীর খাদে। দুর্ঘটনায় একজন যাত্রীর মৃত্যুর খবর মিলেছে।কোথায় দুর্ঘটনা?জানা গিয়েছে, প্রায় কুড়ি ফুটেরও বেশি গভীর খাদে পড়ে যায়। পাহাড়ের খাদে পড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় এক যাত্রীর মৃতদেহ। গাড়িটি সোমবার রাতে পড়ে যায় খাদে বলে অনুমান। খাদে পড়ে যাওয়া গাড়িটি মঙ্গলবার সকালে নজরে আসে এলাকাবাসীর। পাহাড়ের একটি লোয়ার ড্যামের কাছে পথচারীরা দেখতে পান একটি গাড়ি খাদে পড়ে আছে। তা দেখতে পেয়ে খবর দেয় বাঘমুন্ডি থানায়। তাঁরাই এসে গাড়ি সমেত চালককে উদ্ধার করে। জানা গিয়েছে, মৃত ব্যক্তি ওই গাড়ির চালক।দুর্ঘটনায় চার চাকাজানা গিয়েছে, গাড়ির নাম্বার প্লেট ওড়িশার। তবে মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। এদিন প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় পুলিশ খাদ থেকে গাড়িটি উদ্ধার করে। এরপর চালককে বাঘমুণ্ডির পাথর ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।কখন মেলে দুর্ঘটনার খবরস্থানীয় বাসিন্দা অশোক মাহাত জানান, 'একটা বোলেরো গাড়ি খাদে পড়ে গিয়েছিল। পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ গাড়ীর ভিতর থেকে এক জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গাড়িটি সম্ভবত পাহাড়ের ওপরে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীই প্রথমে পুলিশে খবর দেয়। পুলিশ একজনের দেহ উদ্ধার করেছে। তিনি চালক বলে মনে হচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।' গাড়ির চালক মদ্যপ বা অসুস্থ ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। তাঁর রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে বেশ কিছু জিনিস।এই ঘটনায় পর্যটকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘরের পাশে পর্যটন কেন্দ্র হিসেবে অযোধ্যা পাহাড়ে লেগে থাকে পর্যটকদের ভিড়। অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে শুরু করে আপার ড্যাম, লোয়ার ড্যাম পর্যটকদের জন্য দ্রষ্টব্য। অযোধ্যা পাহাড়ে আসা পর্যটকদের কথা ভেবেই জেলা পুলিশ এই অঞ্চলে প্রায় ১৬টি সহায়তা কেন্দ্র খুলেছে।প্রতি মূহূর্তের ব্রেকিং, গুরুত্বপূর্ণ খবরের আপডেট, পরিষেবা সংক্রান্ত সমস্ত আপডেট সঠিক সময়েপেতে ফলো করুন এই সময় ডিজিটালের হোয়াটস অ্যাপ চ্যানেল। ক্লিক করুন- https://bit.ly/eisamay-whatsapp-channel
  • Link to this news (এই সময়)