• এবার আরও সহজে পৌঁছে যান ডুয়ার্স, পুজোর মুখে সুখবর
    এই সময় | ১১ অক্টোবর ২০২৩
  • পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পুজোর মুখে ফের চালু হচ্ছে আলিপুরদুয়ার-কলকাতা বাস পরিষেবা। প্রত্যেকদিন ভোর ৫টায় আলিপুরদুয়ারের বাস ডিপো থেকে NBSTC-র একটি বাস ধর্মতলার উদ্দেশে রওনা দেবে। অন্যদিকে ওই বাসই সন্ধে ৭টায় আলিপুরদুয়ারে উদ্দেশে রওনা দেবে। পরিবহণ দফতর সূত্রে খবর, পর্যাপ্ত সংখ্যক বাসের অভাবে বিগত তিনমাস ধরে এই রুটের একমাত্র সরকারি বাস পরিষেবা বন্ধ ছিল। সেই কারণে সাধারণ যাত্রী থেকে শুরু করে পর্যটক, সকলকেই হয়রানির মুখে পড়তে হত। ক্ষোভ আন্দাজ করেই অন্য ডিপো থেকে বাস নিয়ে এসে ফের এই রুটে পরিষেবা চালু করা হচ্ছে।NBSTC-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, '১২ অক্টোবর থেকে ফের আলিপুরদুয়ার-কলকাতা বাস পরিষেবা চালু করা হবে। সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' NBSTC সূত্রে খবর, মোটর ভেহিকল আইন অনুযায়ী ১৫ বছরের পুরনো ১৯টি বাস অগাস্ট মাস থেকে বসিয়ে দেওয়া হয়। জুলাই মাস থেকে বন্ধ হয়ে যায় আলিপুরদুয়া-কোচবিহার বাস পরিষেবাও। পুরনো বাস বসিয়ে দেওয়ার কারণে বেশ কিছু রুটের বাস পরিষেবা বন্ধ হয়ে যায়।NBSTC সূত্রে আরও জানা গিয়েছে, বাসের অভাবে আলিপুদুয়ার-কলকাতা রুটের পাশাপাশি আলিপুরদুয়ার-কোচবিহার, আলিপুরদুয়ার-শিলিগুড়ি রুটের মতো লাভজনক রুটের বাস সংখ্যাও কমে যায়। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। বাসের ঘাটতি কমাতে উল্টোডাঙা থেকে একটি বড় সরকারি বাসকে আলিপুরদুয়ারে আনার পরিকল্পনা করা হয়। একটি বাস ইতিমধ্যেই আলিপুরদুয়ারে এসে পৌঁছেছে। রায়গঞ্জ থেকেও ৪০ আসনের দুটি বাস নিয়ে আসা হয়েছে। ওই দুটি বাস আলিপুরদুয়ার-কোচবিহার রুটে চলবে। উল্টোডাঙা থেকে আসা বাস আলিপুরদুয়ার-কলকাতা রুটে চালানো হবে।বাসগুলিতে এসি পরিষেবা নেই। তাসত্ত্বেও পুজোয় উভয় রুটের বাসেই যাত্রী সংখ্যা অনেক বেশি হবে। এমনকী এই দুই রুটের বাস নিগমকে ভালো ব্যবসা দেবে বলেই মনে করা হচ্ছে। এমনটাই আশা নিগম কর্তাদের। NBSTC-র এই সিদ্ধান্তে খুশি যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা। NBSTC সূত্রে খবর, আপাতত নন এসি বাস চালু করা হলেও পরবর্তীকালে আলিপুরদুয়ার-কলকাতা রুটে এসি বাসও চালানো হবে। NBSTC-র পরিকল্পনা অনুযায়ী এই রুটের বাসে পর্যাপ্ত যাত্রী হয় কি না, সেটাই এখন দেখার। যাত্রীদের উৎসাহ থাকলে দ্রুত এই রুটে এসি বাস চালু করা হবে বলেই মনে করা হচ্ছে।ফলো করুন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেল। ক্লিক করুন এই লিঙ্কে। লিঙ্ক : whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)