• ফের পুলকার দুর্ঘটনা রাজ্যে! পুকুরে পড়ল গাড়ি, মৃত স্কুল পড়ুয়া
    এই সময় | ১১ অক্টোবর ২০২৩
  • ফের দুর্ঘটনার কবলে পুলকার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরে জেলার তমলুকে। মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়ে ছাত্র বোঝাই পুলকার। এই ঘটনায় এক স্কুল পড়ুয়ার মৃত্যুর হয়েছে। আহত হয়েছে আরও চার পড়ুয়া। গুরুতর জখম অবস্থায় ওই চার পড়ুয়াকে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ও আহত পড়়ুয়াদের প্রত্যেকেই তাম্রলিপ্ত পাবলিক স্কুলের ছাত্র। দুর্ঘটনার পর গাড়িটি সরাসরি পুকুরে গিয়ে পড়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পুলকার দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম অর্ণিম ভট্টাচার্য। সে তমলুক স্টিমার ঘাট এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক শাকিব আহমেদ। তমলুক থানার আইসি শান্তনু মণ্ডলসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।পুলকারের মধ্যে কোনও স্কুল পড়ুয়া আটকে রয়েছে কি না, তা যাচাই করার জন্য ক্রেন দিয়ে পুকুর থেকে পুলকারটিকে তোলা হয়। কিন্তু গাড়িতে অন্য কোনও স্কুল পডুয়া আটকে ছিল না। জানা গিয়েছে দুর্ঘটনার সময় গাড়িটিতে মোট পাঁচজন ছাত্র ছিল। দুর্ঘটনা একজনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা চলছে।স্থানীয় বাসিন্দাদের থেকে চাঞ্চল্যকর বিবরণ পাওয়া গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলকারটি বেপরোয়া গতিতে আসছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পুকুরে পড়ে যায়। আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পুপুকের নেমে পড়ে তাঁরা পড়ুয়াদের গাড়ি থেকে বের করেন।স্থানীয় বাসিন্দা লক্ষ্মীকান্ত বেরা বলেন, আমি আমার বাড়ির বাইরে জমে থাকা আগাছা কাটছিলাম। সেই সময় গাড়টি দ্রুত গতিতে এসে সটান পুকুরে পড়ে যায়। আওয়াজ পেয়ে আশেপাশের বাসিন্দার ছুটে আসেন। আমরাই পুকুরে নেমে স্কুল পড়ুয়াদের গাড়ি থেকে বাইরে বের করে আনি। চালককেও বাইরে বের করে আনা হয়। তখন মোটামুটি সকলেই সুস্থ অবস্থায় ছিল। পড়ে জানা যায় একজনের মৃত্যু হয়েছে।'অন্যদিকে চালকের দাবি, পুলকারের ব্রেকফেল হয়েছিল। সেই কারণেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাঁচাতে গিয়ে গাড়ি সমেত সটান পুকুরে পড়ে যান। ক্রেন দিয়ে গাড়িটি তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই গাড়িকক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ফলো করুন এই সময় ডিজিটালের চ্যানেল। রইল লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)