• ৮ গর্ভবতী মায়ের অপারেশন, সন্তান প্রসব হতে অবাক কাণ্ড! সরগরম নদিয়া
    এই সময় | ১১ অক্টোবর ২০২৩
  • শুনতে কাকতালীয় লাগলেও এটা বাস্তব। সন্তানের জন্ম দিয়েছেন আট মা। আট মায়ের মধ্যে তিনজনই যমজ সন্তানের জন্ম দিয়েছেন। তিন মায়ের যমজ সন্তানের জন্ম দেওয়া নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা। স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের দাবি এই ঘটনা নজিরবিহীন। নদিয়ার শ্রীকৃষ্ণ হেলথকেয়ার নার্সিংহোমে এই ঘটনা ঘটেছে।শ্রীকৃষ্ণ হেলথকেয়ার নার্সিংহোমে সিজারিয়ান সেকশনে ভর্তি থাকা সন্তান সম্ভবা আট মহিলা ভর্তি ছিলেন। প্রত্যেকেই মঙ্গলবার সুস্থ সন্তানের জন্ম দেন। আটজন মায়ের সফল অস্ত্রপ্রচার হয়েছে। প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক নবজাতকের জন্ম দিয়েছেন। তবে প্রত্যেকের ক্ষেত্রে বেশ কিছু আশ্চর্যের বিষয় লক্ষ্য করা গিয়েছে।গর্ভবতী আট মহিলার মধ্যে সন্তানের জন্ম দেওয়া তিন মায়ের নাম প্রিয়াঙ্কা। দুজনের পদবী দে অন্য একজনের দত্ত। আট মহিলার মধ্যে দু'জনের নাম সোমা। এমন কাকতালীর ঘটনায় অবাক সকলে। মায়েদের নামের সাদৃশ্য ছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের হরিপুরের বাসিন্দা সোমা হালদার মণ্ডল সুস্থ-স্বাভাবিক দুই যমজ কন্যার জন্ম দিয়েছেন। হুগলির পোলবা থেকে আগত টোটা সরকার দুটি যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছে। অন্যদিকে উত্তর ঘোড়ালিয়া থেকে আগত মিতা বিশ্বাস যমজ সন্তানের জন্ম দেন। তবে সকল খুশিকে ছাপিয়ে গিয়েছে বাগদেবীপুর থেকে আগত লতিকা প্রামাণিকের পুত্র সন্তানের জন্ম দেওয়ার ঘটনা। বিয়ের ২১ বছর পর ৩৯ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন লতিকা।লতিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়েও কোনও লাভ হচ্ছিল না। অবশেষে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ পবিত্র ব্যাপারীকে দেখিয়ে মেলে সাফল্য। তাঁর তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন, 'বড় কোনও মেডিক্যাল কলেজে একই সময় তিন জোড়া যমজ সন্তান পাওয়া খুবই মুশকিল। আমি দীর্ঘদিন ধরে কলকাতার একাধিক বড় সরকারি হাসপাতালে কাজ করেছি। কোথাও এমন ঘটনার দেখেনি বা শুনিনি। কাকতালীরভাবে শান্তিপুরে এই ঘটনা ঘটেছে। তিন মা কাকতালীয়ভাবে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। ঈশ্বর সকলের দিকে মুখ তুলে তাকিয়েছেন। সকলেই সুস্থ অবস্থায় রয়েছেন। মা রাও সুস্থ রয়েছেন।'সব খবর সবার আগে জানা চাই? ফলো করুন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেল। রইল চ্যানেলের লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)