• অনুঘটক মমতাই, বাংলায় কি ‘বিকল্প রাজনীতি’র সূত্রপাত?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ অক্টোবর ২০২৩
  • বাংলায় কি বিকল্প রাজনীতির সূচনা হয়ে গেল? ফের মমতা বিরোধী আন্দোলনে শুভেন্দুর মুখে কংগ্রেসের কৌস্তভের প্রশংসা। রাজ্য কংগ্রেসের তরুণতুর্কি নেতা কৌস্তভ বাগচি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে আবারও জানিয়ে দিয়েছেন, শুভেন্দু কেন যেই ডাকুক মমতা সরকারের উৎখাতে তাঁর কোনও ছুঁৎমার্গ নেই। সবাইকে এক হয়ে তৃণমূলকে হঠানোই প্রধান ও একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন এই তরুণ আইনজীবী।

    এর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাকস্ট্রিটের অফিসের সামনে থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পাশে থেকে চাকরিপ্রার্থীদের হয়ে মিছিলে অংশ নিয়েছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। ফের কামদুনিতে প্রতিবাদে একই সময়ে একই জায়গায় কৌস্তভ ছিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, সিপিএমের শতরূপ ঘোষের পাশে। সোমবার তৃণমূল তথা মমতা বন্দ্যেপাধ্যায় বিরোধী আন্দোলনে একযোগে থাকার কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী কংগ্রেস নেতা কৌস্তভের অবস্থানের প্রসঙ্গ টেনে ভূয়সী প্রশংসা করেন।

    কামদুনির অরাজনৈতিক মিছিল নিয়ে শুভেন্দু সোমবার রাতে বলেছেন, ‘স্বচ্ছ মন নিয়ে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চান তাঁরা থাকলে নিশ্চয় থাকব। একদিকে বলব নো ভোট টু বিজেপি, আরেক দিকে বলবো মমতা বন্দ্যেপাধ্যায় খারাপ করছে, দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে। যেটা কৌস্তভ বাগচি কংগ্রেসে থেকেও তাঁর লাইন নিয়েছে। নো ভোট টু মমতা। এই লাইনটা যাঁরা নেবেন তাঁদের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই।’

    মঙ্গলবার কৌস্তভ বাগচি শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘আমি তো বরাবরই বলেছি রাজ্যের শাসকদলকে উৎখাত করা প্রধান ও একমাত্র লক্ষ্য। আমি বিজেপি বিরোধী কিন্তু এখানে বিজেপি তো প্রধান নয়, এখানে আক্রমণের লক্ষ্যটাই তো তৃণমূল কংগ্রেস। তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য যা যা করণীয় দরকার তা করা উচিত। শুভেন্দুবাবু যা বলেছেন, আমি তাঁর কথাতে কোনও মন্তব্য করব না। যেটা মনে হয়েছে উনি বলেছেন। তার মানে এই নয়, আমি বিজেপি বিরোধী নই। বিজেপির সঙ্গে আমার মতবাদ মেলে। এখানে বিজেপি শাসকদল নয়, শাসকদল তৃণমূল কংগ্রেস। তাঁদের উৎখাতের লড়াইটা সবার হওয়া উচিত।’

    তাহলে কি বঙ্গে বিকল্প রাজনীতি শুরু হয়ে গেল? এর আগে চাকরিপ্রার্থীদের মিছিলে একসঙ্গে দেখা গিয়েছে বিজেপি ও কংগ্রেস নেতৃত্বকে। এবার কামদুনিতে এদের সঙ্গে যোগ হয়েছে সিপিএমও। এর আগে বিকল্প রাজনীতির কথা বলেছিলেন কৌস্তভ বাগচি। তিনি বলেন, ‘সেদিন তো কামদুনিতে একই জায়গায় রাস্তায় আমি ছিলাম, বিজেপির সুকান্ত মজুমদার ছিলেন, সিপিএমের শতরূপ ছিলেন। তাতে কি এসে যায়। আগের দিন অতটা জলঘোলা হয়নি শতরূপ ছিল বলে। আমি ও সুকান্ত মজুমদার থাকলে জলঘোলা হত। তাহলেই কথা উঠতো কৌস্তভ বিজেপি হয়ে গেল। আমি বারংবার বলেছি ছুঁৎমার্গ আমার নেই। থাকাটাও উচিত নয়। যেখানে তৃণমূল বিরোধী অরাজনৈতিক আন্দোলন সেখানে সবাই থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী সবাই থাকুক না অসুবিধা কোথায়?’ শুভেন্দু অধিকারী সাধারণ ইস্যুতে ডাকলে আপনি যাবেন? কৌস্তভের জবাব, ‘আমি তো আগেই বলেছি অরাজনৈতিক ক্ষেত্রে আমার কোনও ছুঁৎমার্গ নেই।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)