• জয়ের পরেও টিম ইন্ডিয়ায় বাদ পড়ছেন এই তারকা! আফগান ম্যাচে ভারতের ১১-য় চমক
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ অক্টোবর ২০২৩
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে প্ৰথম ম্যাচ জিতে দারুণভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। বুধবার আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রানের বন্যা বয়ে গিয়েছিল শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে। ভারত ম্যাচেও সেই রান বন্যা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আফগানিস্তান আবার ধর্মশালায় বাংলাদেশের কাছে প্ৰথম ম্যাচেই হেরে ভারতের বিপক্ষে নামছে দিল্লিতে।

    অজিদের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় পেলেও ভারত সম্ভবত নিজেদের একাদশে বড়সড় বদল ঘটিয়ে খেলতে নামবে। এমনিতেও শুভমান গিল এখন আফগানিস্তান ম্যাচ তো বটেই পাকিস্তান ম্যাচেও যে খেলতে পারবেন না, তা স্পষ্ট। এমনকি তিনি গোটা টুর্নামেন্টে ফিট না হয়ে উঠতে পারলে রুতুরাজ গায়কোয়াড নাকি যশস্বী জয়সোয়ালকে ডেকে নেওয়া হয় পরিবর্ত হিসাবে সেই বিষয়েও দিল্লিতে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। গিলের বদলে ঈশানকেই রোহিতের ওপেনিং পার্টনার হিসাবে দেখা যাবে। গিল অজিদের বিপক্ষে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হলেও টিম ম্যানেজমেন্টের পুরোপুরি আস্থা রয়েছে তরুণ তারকার ওপর। তবে রবিচন্দ্রন অশ্বিনকে সম্ভবত বসতে হতে পারে বাইরে।

    অশ্বিনের জায়গায় সম্ভবত প্রথম একাদশে খেলবেন মহম্মদ শামি। চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে তিন স্পিনার ছকে খেলেছিল ভারত। তবে দিল্লিতে কিন্তু বনবন ঘূর্ণি পিচের সুবিধা পাবে না ভারত। একদমই পাটা পিচে খেলতে হবে ভারতকে। এমন সারফেসে ভাবা হচ্ছে শামি বেশি কার্যকর হবেন।

    এমনিতেও চেন্নাইয়ে কুলদীপ এবং রবীন্দ্র জাদেজা যতটা মারণ ফর্মে ধরা দিয়েছিলেন। অশ্বিন কিন্তু সেই তুলনায় অনেকটাই নিষ্প্রভ ছিলেন। জাদেজাকে আক্রমণে আনার আগেই অশ্বিনকে নিয়ে এসেছিলেন ক্যাপ্টেন রোহিত। সেই সময় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা জাঁকিয়ে ব্যাটিং করছিলেন। সেই সময় কিন্তু অশ্বিন নিজের হোম গ্রাউন্ডে ব্রেক থ্রু এনে দিতে পারেননি।

    একসময় অশ্বিনকে সরিয়ে দিয়ে জাদেজার হাতে প্রায় বল তুলে দিয়েছিলেন রোহিত। তবে বর্ষীয়ান স্পিনার আরও এক ওভার বল চেয়ে নেন ক্যাপ্টেনের কাছে। যদিও উইকেট নিতে পারেননি।

    এরপরেই ওয়ার্নারকে ফিরিয়ে এক্সোডাসের সূচনা করে দেবেন কুলদীপ। আর জাদেজা এসেই পরপর ওয়ান্ডার ডেলিভারিতে স্মিথ, লাবুশেন, এলেক্স ক্যারিকে ফিরিয়ে ঝাপটা দিয়ে যাবেন অজি ব্যাটিং লাইনআপকে। অশ্বিন প্ৰথম স্পেলে উইকেট শূন্য থাকলেও দ্বিতীয় স্পেলে এসেই তুলে নিয়েছিলেন ক্যামেরন গ্রিনকে। দিল্লির ফ্ল্যাট পিচে শামির ‘হিট দ্য ডেক’ বল করার দক্ষতা কাজে আসবে। ভাবা হচ্ছে। ২০১৯-এ ইংল্যান্ডে এই আফগানিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করে গিয়েছিলেন শামি।

    আফগানিস্তান দল ভারতকে বেশ বেগ দিতে পারে। ওপেনার রহমনুল্লাহ গুরবাজ আইপিএলে খেলার সুবাদে পিচ-পরিস্থিতি সম্পর্কে বেশ ওয়াকিবহাল। তাছাড়া ফর্মেও রয়েছেন তিনি। এই আফগান দলের মূল অস্ত্র স্পিনাররা। মুজিব উর রহমান, মহম্মদ নবি, রশিদ খানদের নিয়ে গড়া স্পিন বিভাগ ভারতীয় ব্যাটারদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি থাকবে। বাংলাদেশের বিরুদ্ধে বিরাট ব্যবধানে হারলেও আফগানিস্তান সম্ভবত নিজেদের প্ৰথম একাদশ অপরিবর্তিত রাখবে।

    ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

    রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ

    আফগানিস্তান প্ৰথম একাদশ:

    রহমনুল্লাহ গুরবাজজ ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমাতুল্লাহ শাহিদি, মহম্মদ নবি, নাজিবুল্লা জাদরান, আজমাতুল্লা উমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নভিন উল হক, ফজলহক ফারুখি
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)