• Israel: ১৫০০ হামাস জঙ্গির দেহ উদ্ধার, ইজরায়েলের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ বহু দেশের
    আজকাল | ১১ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ পরিস্থিতি ইজরায়েলে।

    দিনে দিনে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ইজরায়েলে নিহত বেড়ে ৯০০, গাজায় ৬৯০। অন্যদিকে ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫০০ হামাস জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। দুই দেশ ঘাত, প্রত্যাঘাতের নতুন নতুন বার্তা দিয়েছে। ইজরায়েল জানিয়েছে, এই যুদ্ধ তারা শুরু করেনি, তবে শেষ করবে। গাজাকে সম্পুর্ণ অবরুদ্ধ করার যে ঘোষণা সোমবার করা হয়েছিল, মঙ্গলবার সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছে। অন্যদিকে হামাস সতর্ক করেছে পালটা প্রত্যাঘাতে, হত্যা করা হবে পণবন্দিদের। অন্যদিকে জানা গিয়েছে, হামাসের আক্রমণে প্রাণ গিয়েছে, কমপক্ষে ৯ জন মার্কিন নাগরিকের। স্থানীয় সময় সোমবার সকালে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাট মিলার এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি, ভয়াবহ এ হামলায় দুর্ভাগ্যবশত নয়জন মার্কিন প্রাণ হারিয়েছেন।’ এই হামলায়  ১০ ব্রিটিশ নাগরিকও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই কঠিন যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েলের সঙ্গে বিমান যোগাযোগ কমাচ্ছে কয়েকটি দেশ। সূত্রের খবর,  আমেরিকান এয়ারলাইন্স, এয়ার কানাডা, এয়ার ফ্রান্স, ডেল্টা এয়ার লাইনস, ইজিপ্ট এয়ার, এমিরেটস, ফিনল্যান্ডের ফিনায়ার, ডাচ ক্যারিয়ার কেএলএম, জার্মানির লুফথানসা, নরওয়েজিয়ান এয়ার, পর্তুগালের টিএপি, পোলিশ ক্যারিয়ার এলওটি, রায়ানএয়ার এবং ইউনাইটেড এয়ারলাইন্স তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে উড়ান স্থগিত করেছে বা উড়ানের সংখ্যা কমিয়ে দিয়েছে। অপরদিকে ইজরায়েলে রাতের উড়ান নিষিদ্ধ করেছে রাশিয়া। মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি, ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি এবং ইসরায়েলের এভিয়েশন কর্তৃপক্ষ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে ইসরায়েলের আকাশসীমায় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করেছে। কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স তা না করে উড়ান স্থগিত বা বন্ধ করে দিয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তারা আগামী দিনগুলিতে সামঞ্জস্যপূর্ণ সময়ে ইজরায়েলে উড়ান চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। রবিবার এবং সোমবার তেল আবিবে ফ্লাইট বন্ধ করেছে ব্রিটেনের ইজিজেট। এছাড়া হাঙ্গেরিয়ান বাজেট ক্যারিয়ার উইজ এয়ার পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তেল আবিবের সঙ্গে সব ধরনের উড়ান বাতিল করেছে। এজিয়ান, সুইস এবং অস্ট্রিয়ান এয়ারলাইন্সের মতো অন্যান্য এয়ারলাইন্সও উড়ান স্থগিত করেছে। চীন, হংকং এবং দক্ষিণ কোরিয়ার এয়ারলাইন্সগুলোও তেল আবিবে উড়ান বাতিল করেছে।
  • Link to this news (আজকাল)