• England-Bangladesh: মালান-টপলে জুটিতে প্রত্যাবর্তন, বাংলাদেশকে হারাল ইংল্যান্ড 
    আজকাল | ১১ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের কাছে বিপর্যস্ত হওয়ার পর দারুণ কামব্যাক ইংল্যান্ডের। মঙ্গলবার ধর্মশালায় বাংলাদেশকে ১৩৭ রানে হারল জস বাটলারের দল। ডেভিড মালানের দুরন্ত শতরানে ভর করে প্রথমে ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ৩৬৪ রান তোলে ইংল্যান্ড। ১৪০ রান করেন মালান। জবাবে ৪৮.২ ওভারে ২২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। কিউয়িদের কাছে বিরাট হারে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইংল্যান্ডের রানরেট। এদিনের বড় জয়ে তাতে কিছুটা প্রলেপ পড়বে। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরুটা দারুণ হয় ইংল্যান্ডের। টপ অর্ডারের সবাই রান পায়। প্রথম উইকেটে ১১৫ রান যোগ করে জনি বেয়ারস্টো এবং ডেভিড মালান জুটি।

    এখানেই ম্যাচ বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যায়। ৫৯ বলে ৫২ রান করে আউট হন বেয়ারস্টো। ১০৭ বলে ১৪০ করেন মালান।‌ ইনিংসে ছিল ৫টি ছয়, ১৬টি চার। রান পান জো রুটও। ৮২ রান করে গ্রাহাম গুচের রেকর্ড ভেঙে বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারী ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। এই ত্রয়ীর ব্যাটে ভর কর ৩০০ রানের গণ্ডি পেরোয় ইংল্যান্ড। মাহেদি হাসান ৪ উইকেট নিলেও প্রচুর রান দেন। রান তাড়া করতে নেমে লিটন দাস এবং মুশফিকুর রহিম ছাড়া কেউ রান পায়নি। দু'জনেই অর্ধশতরান করেন। ওপেনিংয়ে নেমে ৬৬ বলে ৭৬ রান করেন লিটন। ব্যর্থ শাকিব আল হাসান। মাত্র ১ রানে বোল্ড হন বাংলাদেশের নেতা। ৬৪ বলে ৫১ রান করে আউট হন মুশফিকুর। রিস টপলের বিধ্বংসী বোলিংয়ে আত্মসমর্পণ বাংলাদেশের ব্যাটারদের। চার উইকেট নেন ইংলিশ পেসার। 
  • Link to this news (আজকাল)