• Shubman Gill: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমন গিল, তবে বিশ্বকাপে কি খেলতে পারবেন?
    আজকাল | ১১ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় শিবিরে কিছুটা স্বস্তি ফিরল।

    হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমন গিল। ডেঙ্গি আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারেননি। তাঁর প্লেটলেট কাউন্ট কমায় চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পান শুভমন। তবে কবে মাঠে ফিরবেন বলা যাচ্ছে না। আফগানিস্তান ম্যাচে যে তাঁকে পাওয়া যাবে না সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। সম্ভবত পাকিস্তান ম্যাচও খেলতে পারবেন না গিল। আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হলেও ডেঙ্গুর পর অনেকদিন দুর্বলতা থাকে। তাই আদৌ গিলকে বিশ্বকাপে পাওয়া যাবে কিনা বোঝা যাচ্ছে  না। সূত্রের খবর, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে যেহেতু সময় লাগবে, নির্বাচকরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে তাঁর বদলি নেওয়ার কথা ভাবছে। বিসিসিআইয়ের এক সূত্র বলেন, 'গত  কয়েকদিন ধরে চেন্নাইয়ের টিম হোটেলেই ড্রিপ চালিয়ে রাখা হয়েছিল শুভমনকে। হঠাৎ তাঁর প্লেটলেট কাউন্ট ৭০,০০০ এ নেমে যায়। এক লক্ষের নীচে প্লেটলেট নেমে গেলেই ডেঙ্গি আক্রান্তকে হাসপাতালে ভর্তি করানোর নিয়ম।' তবে জানা গিয়েছে, গিলের প্লেটলেট কাউন্ট এক লক্ষের ওপর উঠে যাওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কবে মাঠে ফিরতে পারবেন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তাই বিকল্পের কথা ভাবা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। আলোচনায় রয়েছে দুটি নাম। যশস্বী জয়েসওয়াল এবং ঋতুরাজ গায়কোয়াড়। সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসে দু'জনেই রান পেয়েছেন। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। 
  • Link to this news (আজকাল)