• Murshidabad: রাস্তায় দুধ ফেলে দিয়ে বিক্ষোভ মুর্শিদাবাদের দুগ্ধ ব্যবসায়ীদের
    আজকাল | ১১ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদে ক্ষতির মুখে দুগ্ধ ব্যবসায়ীরা।

    জানা গিয়েছে, ভাগীরথী মিল্ক ইউনিয়ন ব্যবসায়ীদের থেকে পর্যাপ্ত পরিমাণে দুধ কিনছে না। হাজার হাজার ব্যবসায়ী রয়েছেন যাঁরা সমবায়ের মাধ্যমে দুধ উৎপাদন করেন। এই ঘটনায় বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে কয়েক হাজার লিটার দুধ। মিল্ক ইউনিয়নের এই উদাসীনতার বিরুদ্ধে সোচ্চার হয়ে মঙ্গলবার বহরমপুর থানার সাটুই বাজার এলাকায় বিক্ষভে শামিল হলেন কয়েকশো ব্যবসায়ী। উৎপাদিত দুধ রাজ্য সড়কে ফেলে দিয়ে বিক্ষোভ দেখান। বেশ কিছুক্ষণ রাজ্য সড়কও অবরোধ করে রাখেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাগীরথী মিল্ক ইউনিয়নে নির্বাচন হচ্ছে না।

    সমবায়ের মাধ্যমে ব্যবসায়ী যে দুধ উৎপাদন করছে তা ভাগীরথী মিল্ক ইউনিয়ন কিনছে না। সরবরাহ করার পর দুধকে ব্যবহারের অযোগ্য দেখিয়ে কিছুদিন আগেও কয়েক লক্ষ লিটার দুধ নর্দমাতে ফেলে দেওয়া হয়েছে। ফলে, বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের। অভিযোগ, ভাগীরথী মিল্ক ইউনিয়নকে বেসরকারিকরণ করার চক্রান্ত চলছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, ‘মুর্শিদাবাদের ভাগীরথী মিল্ক ইউনিয়নকে বেসরকারি পুঁজিপতিদের হাতে বিক্রি করে দেওয়ার জন্য এবং উৎপাদন বন্ধ করে দেওয়ার জন্য একটি চক্রান্ত শুরু হয়েছে’। তবে ভাগীরথী মিল্ক ইউনিয়নের তরফে সরকারিভাবে এই বিষয়ে কেউ কোনও বিবৃতি দিতে রাজি হননি।
  • Link to this news (আজকাল)