• যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েলে আটকে হুগলির বাঙালি গবেষকরা
    আজকাল | ১১ অক্টোবর ২০২৩
  • মিল্টন সেন: যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইজরায়েলে আটকে পড়েছেন হুগলির ধনেখালির বাসিন্দা গবেষক সৌরভ কুমার।

    গত দেড় বছর ধরে ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে নিউরো সায়েন্স, অ্যালজাইমার্স রোগ নিয়ে গবেষণা করছেন সৌরভ। কুমার। তাঁর বাড়ি হুগলির ধনেখালির ভান্ডারহাটীতে। বর্তমানে তাঁর পরিবার রয়েছে উত্তরপাড়ায়। স্ত্রী অনিন্দিতা ব্যানার্জি উত্তরপাড়া প্যারী মোহন কলেজের ফিজিওলজির অধ্যাপক। তাঁদের একটি সাত মাসের মেয়ে রয়েছে। জানা গিয়েছে, পুজোর আগে বাড়ি ফেরার কথা ছিল সৌরভের। আগামী ১৬ তারিখ বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটও কাটা হয়ে গিয়েছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে বাতিল হয়ে গিয়েছে এয়ার ইন্ডিয়ার সমস্ত বিমান। দুশ্চিন্তায় রয়েছে পরিবার। আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

    অন্যদিকে, উত্তরপাড়ার বাসিন্দা গবেষক দম্পতি বর্তমানে থাকেন ইজরায়েলের হাইফা শহরে। সোমোদয় হাজরা, স্ত্রী জয়িতা দত্ত হাজরা এবং তাঁদের তিন বছরের মেয়ে সিন্ধুরা। স্নায়ুতন্ত্র নিয়ে হাইফার টেকনিয়ন আইআইটিতে গবেষণা করছেন তাঁরা। ইজরায়েলের বর্তমান পরিস্থিতির খবর পেয়ে উত্তরপাড়ার বাড়িতে চিন্তায় ঘুম উড়েছে সোমোদয়ের মা বাবার। দু’সপ্তাহ আগেও হাইফা শহরে দুজনে ছেলের কাছেই ছিলেন। শঙ্কর বাবু বলেছেন, সেই সময় সেখানে পরিস্থিতি দেখে যুদ্ধের মত কোনও কিছুই তিনি অনুভব করেননি। যদিও হাইফা শহরে এখনও যুদ্ধের তেমন কোনও আঁচ লাগেনি। পরিবার সূত্রে খবর, সোমোদয়দের নির্দেশ দেওয়া হয়েছে সাইরেন বাজলেই বাঙ্কারে ঢুকে যেতে। বাহাত্তর ঘন্টার জন্য জল, খাবার, পোশাক মজুত করে রাখতে বলা হয়েছে। কালীপুজোর আগে ৯ নভেম্বর উত্তরপাড়ায় ফিরে আসার কথা সোমোদয়ের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আগেই দেশে ফিরতে চাইছেন তাঁরা।
  • Link to this news (আজকাল)