• তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে  ফের উত্তপ্ত ভাঙড়, আহত কমপক্ষে ১২
    দৈনিক স্টেটসম্যান | ১১ অক্টোবর ২০২৩
  •   ভাঙড় , ১০ অক্টোবর ?    তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে  ফের উত্তপ্ত ভাঙড়। দু’পক্ষের ব্যাপক মারধরে রণক্ষেত্র এলাকা  । আহত কমপক্ষে ১২ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেদার কমপ্লেক্স থানার পুলিশ। জানা গিয়েছে, আহত সকলে ভর্তি জীরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে ভাঙড়ের হাতিশালায় একটি জমিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস নেতা জুলফিকার মোল্লার সঙ্গে বিবাদ বাধে বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত রশিদ মোল্লা ও সামিম মোল্লার গোষ্ঠীর। জমির কোন জায়গায় কে থাকবে সেই নিয়ে বিবাদ শুরু হয় ।
    এই ঘটনায় প্রথমে বাদানুবাদ,  পরে হাতাহাতির ঘটনা ঘটে। বেশ কয়েকজন আহত হয়ে জিরানগাছা হসপিটালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, “জুলফিকার এসে আমাদের জমি খোঁড়াখুড়ি করছিল। আমরা প্রশ্ন করছিলাম কেন আমাদের জমি খুঁড়ছেন। তখন বলছে আমাদের জমি নাকি উনি কিনে নিয়েছেন।” এরপরেই বিবাদ , তারপর ব্যাপক মারধর শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।  
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)