• কলকাতা মেট্রোয় নতুন টোকেন
    দৈনিক স্টেটসম্যান | ১১ অক্টোবর ২০২৩
  • কলকাতা, ১০ অক্টোবর ?  কলকাতা মেট্রোয় নতুন টোকেন চালু করল মেট্রো কর্তৃপক্ষ। মঙ্গলবার এই নতুন টোকেনের উদ্বোধন করেন চিফ অপারেশন ম্যানেজার সৌমিত্র বিশ্বাস। ইসরোর চন্দ্রযান ৩-এর সাফল্য উদযাপন করতে এই নতুন উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তিনটি করিডোরের যে কোনও টিকিট কাউন্টার থেকে যাত্রীরা নতুন টোকেন সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি বুধবার ইস্ট-ওয়েস্ট করিডোরে পরীক্ষামূলকভাবে কিউআর কোডযুক্ত কাগজের টিকিট চালু হওয়ার কথা।
     মেট্রো রেল সূত্রে খবর, যদি পরীক্ষামূলক অভিযান সফল হয়, তবে শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে এই ব্যবস্থা দ্রুত চালু হয়ে যাবে। আপাতত পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চলবে। আবার কাউন্টার থেকে টোকেনও ইস্যু করা হবে।
    পুজোর আগে কলকাতায় মেট্রো পরিষেবাও বাড়ানো হচ্ছে। পঞ্চমী ও ষষ্ঠীতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ২৮৮টি মেট্রো চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে চলবে ২৪৮টি মেট্রো। দশমীতে ১৩২টি মেট্রো চলবে। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত ২৩৪টি মেট্রো চলাচল করবে। প্রতিবারের মতো এবারও রাতভর ৫-৬ মিনিট অন্তর মেট্রো পরিষেবার সুযোগ মিলবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)