• Israel-Hamas War | Mia Khalifa: প্যালেস্টাইনের সমর্থনে বিতর্কিত পোস্ট, এবার চরম পরিণতির শিকার মিয়া খালিফা!
    ২৪ ঘন্টা | ১১ অক্টোবর ২০২৩
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যালেস্টাইন-ইজরায়েলের (Israel-Hamas War) মধ্যে বিবাদ বহু কালের। তবে সম্প্রতি দু'দেশের মধ্যে নতুন করে উত্তেজনা মাথা চাড়া দিয়েছে। গত শনিবার থেকে মহাযুদ্ধে জড়িয়েছে যুযুধান দুই পক্ষ। প্যালেস্টাইনের সশস্ত্র বাহিনী হামাসই প্রথম আঘাত হানে ইজরায়েলের উপর। বিগত তিন দিনে যুদ্ধ থামার কোনও নামই নেই।  ইজরায়েলকে লক্ষ্য করে হামাস পাঁচ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে। মৃত্যুর সংখ্য়া ২৫০০ ছাড়িয়ে গিয়েছে। এহেন উত্তপ্ত পরিস্থিতিতে বিতর্কিত ট্যুইট (অধুনা এক্স) করে বসলেন প্রাক্তন অ্যাডাল্ট স্টার মিয়া খালিফা (Mia Khalifa)। যার জেরে মিয়া হারালেন পডকাস্ট সংক্রান্ত তাঁর ব্য়বসায়িক চুক্তি! হামাসের আক্রমণের পাল্টাও দিচ্ছে ইজ়রায়েল। তারা পুরো গাজ়া ভূখণ্ডকে অবরুদ্ধ করে অপারেশন চালাচ্ছে। হামাসের গোপন ডেরাগুলিকে লক্ষ্য করে ইজরায়েলও রকেট এবং ক্ষেপণাস্ত্রের বন্যা বইয়ে দিয়েছে। মিয়া প্যালেস্টাইনের সমর্থনে তাঁর এক্স অ্যাকাউন্টে লেখেন, 'আপনি যদি প্যালেস্টাইনের পরিস্থিতির দিকে তাকান এবং তাঁদের পক্ষ না নেন, তাহলে আপনি জাতিবিদ্বেষের ভুল দিকে আছেন এবং সময় আসলে ইতিহাস তা আপনাকে দেখিয়ে দেবে।' এই বক্তব্যের পরেই ঝড় উঠে যায়। রেড লাইট হল্যান্ডের সিইও টড শ্যাপিরো এক্সে লেখেন, 'এটি ভয়ংকর ট্যুইট করে ফেলেলন মিয়া খালিফা। আপনাকে অবিলম্বে বরখাস্ত করা হল। আপনি বিরক্তির সব মাত্রা ছাপিয়ে গিয়েছেন। দয়া করে নিজেকে বিকশিত করে একজন ভালো মানুষ হয়ে উঠুন। আপনি মৃত্যু, ধর্ষণ, মারধর, পণবন্দির সমর্থন করছেন। আপনার অজ্ঞতাকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এরকম ট্র্যাজিক সময়ে মানুষের একত্রিত হওয়া দরকার। আমি প্রার্থনা করি আপনি আরও ভালো মানুষ হয়ে উঠুন। কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে, বড় দেরি হয়ে গিয়েছে আপনার জন্য়।' এই প্রথম নয়, অতীতেও মিয়া একাধিক স্পর্শকাতর বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।

     
  • Link to this news (২৪ ঘন্টা)