• গিলের পর চিন্তা রোহিতকে নিয়ে, অনুশীলনে আঘাত পেলেন ভারত অধিনায়ক
    প্রতিদিন | ১১ অক্টোবর ২০২৩
  • দেবাশিস সেন, দিল্লি: মাঠে ফর্ম যতই ভালো থাক। মাঠের বাইরে সময়টা মোটেই ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার। ওপেনার শুভমান গিল ডেঙ্গু আক্রান্ত হয়ে মাঠের বাইরে। আগের ম্যাচে খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। এবার চিন্তা খোদ অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে। মঙ্গলবার অনুশীলন করতে গিয়ে আঘাত পেলেন ভারত অধিনায়ক।

    বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতীয় দলের ঐচ্ছিক প্রাকটিস সেশন ছিল। সেই ঐচ্ছিক অনুশীলনে অনুপস্থিত ছিলেন আগের ম্যাচের দুই নায়ক বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। অনুশীলনে ছিলেন না হার্দিক (Hardik Pandya), বুমরাহ, শামি, সিরাজ, অশ্বিন, কুলদীপরা যাদবও। তবে ঐচ্ছিক অনুশীলনে এদিন গা ঘামাতে দেখা গিয়েছে অধিনায়ক রোহিত শর্মা, প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া ইশান কিষান, শ্রেয়স আইয়ার, রোহিত শর্মাকে। সেই সঙ্গে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন সূর্যকুমার যাদব।

    ওই ঐচ্ছিক অনুশীলনে গিয়েই বিপাকে অধিনায়ক রোহিত। নেটে ব্যাট করার সময় উরুতে আঘাত পান ভারত অধিনায়ক। রোহিতকে বল করছিলেন একজন নেট বোলার। উরুতে চোট পাওয়ার পর রোহিতের মুখচোখ দেখেই মনে হচ্ছিল তিনি বেশ অস্বস্তি বোধ করছেন। যদিও এর পরও ভারত অধিনায়ক কয়েক মিনিট নেটে ব্যাট করেন। তাঁর আঘাত তেমন গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে।

    এদিকে এদিন ইশান কিষাণকে (Ishan Kishan) নেটে খুব একটা স্বস্তিতে মনে হয়নি। তবে দীর্ঘক্ষণ সূর্যকুমার যাদবকে অনুশীলন করতে দেখা গিয়েছে। তাহলে কি পরের ম্যাচে সূর্যকে একাদশে খেলানোর কথা ভাবছে ভারত? সে প্রশ্নের উত্তর অবশ্য এখনও মেলেনি। এদিকে আগের ম্যাচে ব্যর্থ হওয়া শ্রেয়স আইয়ারকে আবার এদিন বেশ কিছুক্ষণ কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)