• এবার কালীঘাটের বাড়ি থেকে একদিনেই জেলার পুজোর উদ্বোধন করবেন মমতা
    প্রতিদিন | ১১ অক্টোবর ২০২৩
  • গৌতম ব্রহ্ম: গতবার তিনদিন ধরে জেলার পুজো উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার একদিনেই হবে পুজো উদ্বোধন। আগামী ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠক শেষে কালীঘাটের বাড়ি থেকে ভারচুয়ালি জেলার ৮৩৬টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রতিটি জেলার জেলাশাসকদের সেকথা জানানো হয়েছে। উদ্বোধনের তালিকায় কোন জেলার কটি পুজো রয়েছে?উত্তর ২৪ পরগনা: ৫৭ দক্ষিণ ২৪ পরগনা: ৫০ হাওড়া: ৫১ নদিয়া: ৩৫ মুর্শিদাবাদ: ৩১ পূর্ব বর্ধমান: ৩৭ পশ্চিম বর্ধমান: ৩২ বীরভূম: ৩৩ হুগলি: ৩৭ পূর্ব মেদিনীপুর: ৩৯

    ঝাড়গ্রাম: ৩৬পশ্চিম মেদিনীপুর: ৪১বাঁকুড়া: ৪১পুরুলিয়া: ৪৭মালদহ: ৪১দক্ষিণ দিনাজপুর: ২৩উত্তর দিনাজপুর: ৪০দার্জিলিং: ৪০কালিম্পং: ৮জলপাইগুড়ি: ৬৩আলিপুরদুয়ার: ১৯কোচবিহার: ৩৫

    প্রতি বছর কলকাতার একাধিক মণ্ডপে ঘুরে ঘুরে পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তবে এবার কলকাতার পুজোর উদ্বোধন কবে থেকে শুরু হবে, কীভাবেই বা হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, হেলিকপ্টারের জরুরি অবতরণের জেরে পায়ে চোট পেয়েছিলেন মুখ‌্যমন্ত্রী। তারপর স্পেন সফরে গিয়েও পায়ে চোট পান। স্পেন থেকে ফিরেই যান এসএসকেএম হাসপাতালে। পায়ের এমআরআই হয়। সমস‌্যা ধরা পড়ে। চিকিৎসাও শুরু হয়। কয়েকদিন আগে সিকিম ও উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে বাড়ি থেকে নবান্নের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও পায়ের সমস‌্যার কথা উল্লেখ করেন তিনি। জানান, “আমরা পা-টা ঠিক হয়নি। ঠিক হতে একটু সময় লাগবে।”
  • Link to this news (প্রতিদিন)