• ইজরায়েলি প্রত্য়াঘাতে তছনছ গাজা, ঘর ছাড়া দেড় লাখের বেশি বাসিন্দা, উঠল মানব করিডরের দাবি
    এই সময় | ১১ অক্টোবর ২০২৩
  • সকাল-সন্ধ্যে বাজছে সাইরেন। যখন তখন উড়ে আসছে ক্ষেপণাস্ত্র। চোখের নিমেষে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে একের পর এক বহুতল। ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধে গত তিন দিন ধরে এটা গাজার চিত্র। এর মধ্যেই ঘরছাড়া নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য।মঙ্গলবার রাষ্ট্রসংঘের তরফে বলা হয়, গাজায় বর্তমানে গৃহহীন অবস্থায় রয়েছেন এক লাখ ৮৭ হাজার ৫০০ জন। এদের সিংহভাগই স্থানীয় একটি স্কুলে আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। এই অবস্থায় তাঁদের নিরাপদে বের করে নিয়ে আসতে মানব করিডর দেওয়ার কথা বলেছে এই আন্তর্জাতিক সংগঠন।প্য়ালেস্তানীয় জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হতেই গাজা স্ট্রিপকে ভাতে মারার পরিকল্পনা করেছে ইজরায়েল। বন্ধ করে দিয়েছে এই এলাকার জল, খাবার ও বিদ্যুৎ। গাজার এই সমস্ত জরুরি পরিষেবা ইজরায়েলের উপর নির্ভরশীল। ফলে বিপাকে পড়েছেন সেখানকার আম আদমি।এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। সংস্থার তরফে বলা হয়েছে, গাজায় প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া যাচ্ছে না। ফলে মিসাইল হামলায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রায় হচ্ছে না বললেই চলে। এতে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।মঙ্গলবার গাজাকে চারদিক থেকে ঘিরতে ট্যাঙ্ক বাহিনীকে নামায় ইজরায়েলি ডিফেন্স ফোর্স। পাশাপাশি এদিন গাজায় প্যালেস্তানীয় পার্লামেন্টে এয়ারস্ট্রাইক করে ইহুদি বায়ু সেনা। তাতে দু'জন আধিকারিকের মৃত্যু হয়েছে বলে স্বীকার করে নিয়েছে হামাস।কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই গাজার দিক থেকে ফের রকেট হামলা শুরু করে এই জঙ্গি সংগঠন। গাজার পাশাপাশি ওয়েস্ট ব্যাঙ্ক, সিরিয়া ও লেবানন সংলগ্ন এলাকাতেও ক্রমশ বাড়ছে উত্তেজনা। এই জায়গাগুলিতে সক্রিয় রয়েছে হেজবোল্লাহ নামের আরেকটি জঙ্গি সংগঠন।প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, হামাস ও হেজবোল্লাহ দু'টোই ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী। ফলে আগামীদিনে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সিরিয়া, লেবানন ও ইরান এই যুদ্ধে জড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তাঁরা। হামাসের মুখেও একই কথা শোনা গিয়েছে। গাজায় হামলা বন্ধ না হলে ইরান ও হেজবোল্লাহ সরাসরি যুদ্ধে জড়়াবে বলে জানিয়েছে তারা। https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)