• গাজায় প্যালেস্তানীয় পার্লামেন্ট জোরাল আঘাত, ইজরায়েল যুদ্ধে জড়াচ্ছে ইরান-হেজবোল্লাহ?
    এই সময় | ১১ অক্টোবর ২০২৩
  • আরও ভয়ংকর রূপ ধারন করছে ইজরায়েল-হামাস যুদ্ধ। গাজা স্ট্রিপে দু’পক্ষের মধ্যে চলছে তুমুল লড়াই। ইতিমধ্যেই সেখানকার প্যালেস্তানীয় পার্লামেন্টে প্রত্যাঘাত হেনেছে ইহুদি সেনা। যার জেরে প্রাণ গিয়েছে দুই আধিকারিকের। পার্লামেন্টে হামলার কথা স্বীকার করেছে হামাস।শনিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে যত সময় এগিয়েছে ততই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে ইজরায়েল। ওই দিন থেকেই গাজায় লাগাতার এয়ারস্ট্রাইক চালায় ইহুদি বায়ুসেনা। যার জেরে চোখের নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ে একের পর এক বহুতল।ইজরায়েলি ডিফেন্স ফোর্সের (IDF) দাবি, গাজায় হামাসের অন্তত ১৫০টি গুপ্তঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তাঁরা। প্রাণ গিয়েছে হাজারের বেশি কুখ্যাত জঙ্গির। অন্যদিকে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইতে প্রাণ গিয়েছে এক লেফটেন্য়ান্ট কর্নেলের।অন্যদিকে এই যুদ্ধের মধ্যেই মুখ খুলেছে হামাস নেতৃত্ব। গত শনিবার কী ভাবে ইহুদি ভূমিতে হামলা চালানো হয়েছিল, সেই বর্ণনা দিয়েছে তারা। পাশাপাশি গাজায় এভাবে আক্রমণ চলতে থাকলে ইরান ও হেজবোল্লাহ যুদ্ধে যোগ দেবে বলে হুঁশিয়ারিও দিয়েছে প্যালেস্তাইনের এই জঙ্গি গোষ্ঠী।সোমবার সংবাদমাধ্যমের কাছে মুখ খোলে হামাসের অন্যতম শীর্ষ নেতা আলি বারাকেহ। তার দাবি, গাজায় বসেই ইজরায়েলে হামলার পরিকল্পনা করা হয়। তবে সংগঠনের সকলে সেই কথা জানত না। পাশাপাশি এই হামলায় ইজরায়েলি গুপ্তচরদের পুরোপুরি ধোঁকা দেওয়া গিয়েছে বলে দাবি করেছে তারা।“আমাদের মাত্র আধ ডজন শীর্ষ কমান্ডার ইজরায়েলে হামলার বিষয়টি জানতেন। খবরটা আমরা পাঁচ কান করিনি। তাহলে হয়তো সাফল্য পেতাম না।” সংবাদ মাধ্যমকে বলেছে হামাস নেতা আলি বারাকেহ।প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, ইজরায়েলের উপর হামলা চালাতে অন্তত দু'বছর ধরে পরিকল্পনা করে হামাস। গোয়েন্দা সূত্রে খবর, এব্যাপারে তাদের সাহায্য করেছে ইরান ও হেজবোল্লাহ। চলতি বছরের অগাস্টে লেবাননের রাজধানী বেইরুটে হয় একটি গোপন বৈঠক। সেখানেই হামলার নীল নকশা তৈরি করে হামাস।উল্লেখ্য, গত শনিবার গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলের উপর মারাত্মক রকেট হামলার পর পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে ইহুদি রাষ্ট্র। গাজাকে চারদিক থেকে ঘিরতে শুরু করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। নেমেছে ট্যাঙ্ক বাহিনীও। দক্ষিণ ইজরায়েলের বেশ কিছু শহরে ঢুকে পড়েছে হামাস জঙ্গিরা। তাঁদের সঙ্গেও জায়গায় জায়গায় চলছে গুলির লড়াই। https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)