• হামাসের মতো ভারতে হামলার ছক? মোদীকে হুঁশিয়ারি খালিস্তানি পান্নুনের
    এই সময় | ১১ অক্টোবর ২০২৩
  • ইজরায়েল-হামাস সংঘর্ষের আগুনে হাত সেঁকার চেষ্টা খালিস্তানি জঙ্গিদের। প্যালেস্তাইনবাসীদের সঙ্গে তুলনা টেনে ভারতকে হুমকি গুরপতওয়ান্ত সিং পান্নুনের। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যাকে কেন্দ্র করে উঠেছে সমালোচনার ঝড়।মঙ্গলবার দুপুরে খালিস্তানপন্থী শিখ ফর জাস্টিস বা SFJ-র নেতা পান্নুনের ভিডিয়ো X হ্যান্ডেলে (আগে নাম ছিল Twitter) ছড়িয়ে পড়ে। সেখানে একটি LED স্ক্রিনের সামনে দাঁড়িয়ে কানাডাবাসী এই সন্ত্রাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতকে হুমকি দিতে দেখা গিয়েছে। ওই সময় স্ক্রিনে ইজরায়েলে হামাস হামলার ভিডিয়ো চলছিল।হুমকিতে ঠিক কী বলেছে পান্নুন? ভিডিয়োর একেবারে শুরুতেই প্রধানমন্ত্রী মোদীকে ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত থেকে শিক্ষা নিতে বলেছে এই খালিস্তানি জঙ্গি।পান্নুনের কথায়, “প্যালেস্টাইনের মতো পঞ্জাবের বাসিন্দারাও প্রত্যুত্তর দেবে। ভারতের এটা মনে রাখা দরকার, হিংসা শুধুই হিংসার জন্ম দেয়। ভারত যদি পঞ্জাবকে দখল করে রাখে তা হলে প্রত্যাঘাত আসবেই। এর জন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”ভিডিয়োর শেষের দিকে অবশ্য খালিস্তানি জঙ্গিকে ভোটের কথা বলতে শোনা গিয়েছে। “শিখ ফর জাস্টিস ব্যালটে বিশ্বাস করে। নির্বাচনে বিশ্বাস করে। পঞ্জাবের মুক্তির দিন আসতে চলেছে। এবার ভারতকে বেছে নিতে হবে কোনটা চায় তাঁরা। ব্যালট বা বুলেট।” আগ্নেয়াস্ত্র চালানোর মতো অঙ্গভঙ্গি করে এদিন একথা বলেন পান্নুন।উল্লেখ্য়, এর আগেও খালিস্তান ইস্যুতে ভারতকে হুমকি দিয়েছে নিষিদ্ধ SFJ-র এই নেতা। চলতি মাসে ভারতে চলছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। রবিবার আমদাবাদে পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পান্নুন। যার জেরে ওই দিন স্টেডিয়ামে NSG কমান্ডোদের মোতায়েনের চিন্তা-ভাবনা করছে মোদী সরকার।গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে একটি গুরুদ্বারের সামনে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের। এর পরই ভারতীয় কূটনীতিকদের হুমকি দিয়ে উত্তর আমেরিকার দেশটির বিভিন্ন জায়গায় পড়ে পোস্টার। সেই ঘটনাতেও পান্নুনের নাম জড়িয়েছিল।প্রসঙ্গত, সোমবার ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সেখানে হামাসের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি কথা নমোকে জানান ইহুদি দেশের রাষ্ট্রপ্রধান। পাল্টা ভারত যে দৃঢ়ভাবে ইজরায়েলের পাশে রয়েছে, তা স্পষ্টভাবে জানিয়ে দেন প্রধানমন্ত্রী মোদী। https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)