• ENG vs BAN- প্ল্যান ভালো ছিল কিন্তু...- হারের পর কার উপর দোষ চাপলেন শাকিব
    হিন্দুস্তান টাইমস | ১১ অক্টোবর ২০২৩
  • Bangladesh vs England-মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে আইসিসি বিশ্বকাপের সপ্তম ওয়ানডে ক্রিকেট ম্যাচে ১৩৭ রানে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। ৩৬৫ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে শুরুটা খারাপ হয়েছিল বাংলাদেশের। লিটন দাস (৭৬) ও মুশফিকুর রহিম (৫১) হাফ সেঞ্চুরি করলেও বড় জুটির অভাবে এবং নিয়মিত বিরতিতে উইকেট পড়ার কারণে বাংলাদেশকে পরাজয়ের মুখে পড়তে হয়। ইংল্যান্ডের হয়ে রিস টপলি ১০ ওভারে ৪৩ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন।

    এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড মালানের সেঞ্চুরির সুবাদে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করে ইংল্যান্ড। মালান ১০৭ বলে ১৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৪০ রানের ইনিংস খেলেন। মালান ছাড়াও বেয়ারস্টো (৫৯ বলে ৮ চারের সাহায্যে ৫২ রান) এবং জো রুটের (৬৮ বলে ৮ চার ও এক ছক্কায় ৮২ রান) অর্ধশতকের কারণে শক্তিশালী স্কোর তৈরি করে ইংল্যান্ড। বাংলাদেশের পক্ষে মাহেদি হাসান ও শরিফুল ইসলাম যথাক্রমে ৪টি ও ৩টি উইকেট নেন।

    এদিনের ম্যাচ হেরে হাল ছাড়তে চান না বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। ম্যাচের পরে শাকিব আল হাসান বলেন, ‘টসে জয় লাভ করাটা ভালো ছিল। কেন না গতকাল রাতে এখানে কিছুটা বৃষ্টি হয়েছিল। পেস বোলারদের জন্য পিচে কিছুটা সাহায্য ছিল, কিন্তু আমরা সে ভাবে ভালো শুরু করতে পারিনি। আপনি যখন কাউকে একটি সুযোগ দেবেন, তাখন সে সবসময় শক্তিশালী হবেই। আমরা শেষ ১০ ওভারে ভালো করেছি, কিন্তু ৩৫০ রান তাড়া করা সবসময়ই কঠিন হয়।’

    নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার কথা তুলে ধরেছেন শাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘মাঠে আমরা ভালো পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারিনি। বল ভালোভাবেই সুইং করছিল, শুধু সঠিক জায়গায় বল করা এবং গতি তৈরি করাটাই প্রয়োজন ছিল। আমি মনে করি তারা মাঝের সময়ে যে অবস্থানে ছিল, সেখান থেকে ৩৮০-৩৯০ রান করতে পারত। সে দিক থেকে আমরা তাদের ভালভাবে সামাল দিয়েছি।’

    শাকিবের মতে ৩২০ রান টার্গেট হলে ভালো হতো, ‘আমি মনে করি এখানে ৩২০ রান চেজ করতে পারলে ভালো হতো। যদিও এটি একটি বড় টুর্নামেন্ট। সামনে (১৪ অক্টোবর) চেন্নাইয়ে আমাদের একটি কঠিন ম্যাচ আছে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তারা এই মুহূর্তে অনেক ভালো খেলছে। আমাদের এগিয়ে যেতে হবে, উপযুক্ত কৌশল নিয়েই খেলা চালিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের সামনে কিছু কঠিন ম্যাচ আছে। আমাদের আটকানো যাবে না। আমাদের এগিয়ে যেতে হবে এবং আমরা যে সমস্ত ইতিবাচক কাজ করছি সে সম্পর্কে চিন্তা করতে হবে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)