• India-Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচে ১৫ হাজার নিরাপত্তারক্ষী, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা
    আজকাল | ১১ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ১৫ হাজার নিরাপত্তারক্ষী! ভারত-পাকিস্তান ম্যাচের দিন ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

    পুলিশের পাশাপাশি মোতায়ন করা হবে ব়্যাফ এবং সিকিউরিটি গার্ডের জওয়ানদের। থাকবে হোমগার্ডরাও। তারমধ্যে শুধু স্টেডিয়ামের দায়িত্বে থাকবে ১১,০০০ পুলিশ কর্মী। এমনিতেই যেকোনও ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তিনগুণ নিরাপত্তা ব্যবস্থা। এই ম্যাচটাকে কেন্দ্র করে উত্তাল হয় দেশ। তাই কড়া নিরাপত্তার পরিকল্পনা ছিলই। কিন্তু কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে মুম্বই পুলিশ হুমকির মেল পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করারও উল্লেখ রয়েছে। এই নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। পুলিশ কমিশনার জিএস মালিক জানান, স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকবে সাত হাজার পুলিশ কর্মী এবং চার হাজার হোমগার্ড। এছাড়াও শহরের তিনটে জায়গায় মোতায়ন থাকবে এনএসজি জওয়ানরা।‌ তৈরি রাখা হবে অ্যান্টি ড্রোন স্কোয়াডকে। বোম্ব স্কোয়াডের ন'টি দলকে তৈরি রাখা হবে। শহরের বিভিন্ন জায়গায় থাকবে ব়্যাফ। গোটা নিরাপত্তা ব্যবস্থার তদারকি করবেন চারজন ইন্সপেক্টর জেনারেল বা ডেপুটি ইন্সপেক্টর। তাঁদের সাহায্য করবে ২১ জন ডেপুটি কমিশনার। সবমিলিয়ে প্রায় ১৫,০০০ পুলিশকর্মী থাকবে। শহরের সংবেদনশীল জায়গাগুলোর ওপর বিশেষ নজর রাখা হবে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন মূলত নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে দুর্গে পরিণত করা হবে। 
  • Link to this news (আজকাল)